শুক্রবার ২২ নভেম্বর ২০২৪ ৭ অগ্রহায়ণ ১৪৩১

পাম্পের গভীর খাদে পড়া ৩ মেছোবাঘ উদ্ধার
নিউজ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২, ০২:০৫ রাত | অনলাইন সংস্করণ
পাম্পের গভীর খাদে পড়া ৩ মেছোবাঘ উদ্ধার

ছবি । সংগৃহীত

ঝিনাইদহের শৈলকূপা থেকে তিনটি মেছোবাঘ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার শাহবাড়িয়া গ্রামের একটি সেচ পাম্পের গভীর খাদ থেকে মেছোবাঘগুলো উদ্ধার করা হয়।

মুনমুন ইসলাম নামের ওই গ্রামের এক ব্যক্তি জানান, রাতের যে কোনো সময় উপজেলার শাহবাড়িয়া গ্রামের একটি সেচ পাম্পের গভীর খাদ থেকে শাবকসহ তিনটি মেছোবাঘ আটকা পড়ে। সকালে সেচ পাম্পের গভীর বাঘের মত ভয়ংকর শব্দ শুনে টর্চের আলোয় দুটি বাচ্চাসহ মেছোবাঘগুলো দেখতে পায়। পরে শৈলকূপা বন বিভাগকে খবর দিলে তার এসে মেছোবাঘ তিনটি উদ্ধার করে। এরমধ্যে একটি বাচ্চা মারা গেছে।

jagonews24

ঝিনাইদহ বন বিভাগের কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, পাম্পের গভীর খাদে থাকা একটি শাবক আগেই মারা গেছে। মেছোবাঘ দুটিকে সেচ পাম্পের মধ্যে থেকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে মেছোবাঘ দুটির চিকিৎসা ও পরিচর্যা চলছে।

 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা

 

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ