শুক্রবার ২২ নভেম্বর ২০২৪ ৬ অগ্রহায়ণ ১৪৩১

পাঁচ দিনের সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি
নিউজ ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২৬ মার্চ ২০২২, ০২:৪৪ রাত | অনলাইন সংস্করণ

পাঁচ দিনের সফরে নিজ জেলা কিশোরগঞ্জে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আগামী ২৭ থেকে ৩১ মার্চ পর্যন্ত তিনি কিশোরগঞ্জে থাকবেন।

‘রাষ্ট্রপতি পাঁচ দিনের সফরে  রবিবার (২৭ মার্চ) বিকেলে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হবেন। তিনি বেশ কয়েকটি সমাবেশে ভাষণ দেবেন এবং স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন,’ তাঁর প্রেস সচিব মো. জয়নাল আবেদীন আজ গণমাধ্যমকে এ তথ্য জানান।

রাষ্ট্রপতি হামিদ সোমবার বিকেলে মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি ডিগ্রি কলেজে ‘তৃতীয় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্প’ উদ্বোধন করবেন।

এছাড়া, তিনি বুধবার (৩০ মার্চ) বিকেলে কিশোরগঞ্জ সদরে ‘শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার’-এর নির্মাণ কাজের উদ্বোধন করবেন।

বঙ্গভবনের মুখপাত্র জানান, রাষ্ট্রপতি বিভিন্ন উপজেলায় এলাকাবাসী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী সংস্থার সঙ্গে ধারাবাহিক মতবিনিময় সভাও করবেন।

বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে রাষ্ট্রপ্রধানের ঢাকায় ফেরার কথা রয়েছে।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ