শুক্রবার ২২ নভেম্বর ২০২৪ ৭ অগ্রহায়ণ ১৪৩১

পরিষদের চলমান কর্মবিরতি প্রত্যাহার করলেন ঢামেক ইন্টার্ন চিকিৎসক
নিউজ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১৫ আগস্ট ২০২২, ০৩:৪৩ রাত | অনলাইন সংস্করণ
পরিষদের চলমান কর্মবিরতি প্রত্যাহার করলেন ঢামেক ইন্টার্ন চিকিৎসক

ঢামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. মারুফ উল আহসান শামীম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

কেন্দ্রীয় শহীদ মিনারে ইন্টার্ন চিকিৎসক ডা. মো. সাজ্জাদ হোসেনকে হামলার প্রতিবাদে চলমান কর্মবিরতি প্রত্যাহার করেছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ (ইচিপ)। 

আজ রোববার (১৪ আগস্ট) রাতে ঢামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. মারুফ উল আহসান শামীম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে জানানো হয়, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকীকে সামনে রেখে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রশাসন, চিকিৎসক সমাজের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসের ভিত্তিতে এবং সাধারণ রোগীদের দুর্ভোগের কথা বিবেচনা করে চলমান কর্মবিরতি প্রত্যাহার করে নিচ্ছে ঢামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ।

প্রসঙ্গত, গত ৮ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কিছু কতিপয় বিপদগামী শিক্ষার্থী ইন্টার্ন চিকিৎসক পরিষদের সদস্য ডা. সাজ্জাদ ওপর হামলা করে। এরপর থেকে হামলায় জড়িতদের অবিলম্বে খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবিতে কর্মবিরতি অব্যাহত রাখে ইচিপ।

 

নিউজ ডেস্ক |  দৈনিক আজবাংলা

 

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ