বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪ ৬ অগ্রহায়ণ ১৪৩১

পরমাণু চুক্তিতে পৌঁছাতে হলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবেঃ ইরানের প্রেসিডেন্ট
নিউজ ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৮:২৩ রাত | অনলাইন সংস্করণ
পরমাণু চুক্তিতে পৌঁছাতে হলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবেঃ ইরানের প্রেসিডেন্ট

ছবি । সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর জন্য মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। শুধু প্রত্যাহার নয়, ‘স্থায়ী প্রত্যাহার’ করার নিশ্চয়তা দিতে হবে। খবর আল-জাজিরার।

উজবেকিস্তানে আল জাজিরার প্রতিনিধিকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের রাষ্ট্রপতি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মুখোমুখি আলোচনা করার সময় এখনও আসেনি। তিনি তেহরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ওয়াশিংটনের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তোলেন।

সমরকন্দ শহরে সাংহাই সহযোগিতা সংস্থার বৈঠকে রাইসি বলেন, ‘নিষেধাজ্ঞা অপসারণের সঙ্গে সুরক্ষার রেজোলিউশন হওয়া উচিত। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে কিছু রাজনৈতিক এবং ভিত্তিহীন অভিযোগ রয়েছে যখন বিষয়গুলিকে রক্ষা করার কথা আসে। সুতরাং, আমাদের এই সুরক্ষা বিষয়গুলি চূড়ান্ত করা উচিত।

নিষেধাজ্ঞা সরানোর গ্যারান্টি সম্পর্কে রাইসি বলেন, ‘যদি আমাদের ওপর থাকা নিষেধাজ্ঞাগুলি সাময়িকভাবে অপসারণ না করে স্থায়ীভাবে অপসারণ করার নিশ্চয়তা দেওয়া এবং সেফগার্ড ইস্যুগুলির স্থায়ী সমাধান থাকে তাহলে নিশ্চিতভাবে চুক্তিতে পৌঁছানো সম্ভব।’

২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার জন্য ইরান এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের মধ্যে কয়েক মাস ধরে পরোক্ষ আলোচনা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ