পদ্মায় ধরা পড়লো ২০ কেজি ওজনের কাতল
নিউজ ডেস্ক:
|
পদ্মা নদীতে জেলে নারায়ণ হালদারের জালে ২০ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে, যা বিক্রি হয়েছে ৩৫ হাজার টাকায়।
জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলার দৌলতদিয়ায় পদ্মা ও যমুনা নদীর মোহনায় ২০ কেজি ২০০ গ্রাম ওজনের একটি বড় কাতল মাছটি ধরা পড়ে।
জেলে নারায়ণ হালদার মাছটি বিক্রির জন্য দুপুর দেড়টার দিকে দৌলতদিয়া ৫নং ফেরিঘাট এলাকায় অবস্থিত মৎস্য আড়তের সামনে নিয়ে আসেন।
সে সময় স্থানীয় আড়তদার শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক শাহজাহান শেখ উন্মুক্ত নিলামে সর্বোচ্চ মূল্য দিয়ে ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে মোট ৩৩ হাজার ৩০০ টাকা দিয়ে কিনে নেন।
মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, স্থানীয় নারায়ণ হালদার আড়তের সামনে নিয়ে আসলে নিলামে সর্বোচ্চ দাম দিয়ে ৩৩ হাজার ৩০০ টাকায় কিনি। পরে মুঠোফোনে ঢাকার ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে কেজি প্রতি ১০০ টাকা লাভে মোট ৩৫ হাজার ৩০০ টাকাই বিক্রি করি।
রাজনীতি/জেকে
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |