পদত্যাগ করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী
নিউজ ডেস্ক:
|
ভারতের পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে অবশেষে পদত্যাগ করলেন অমরিন্দর সিং। আরও পাঁচ মাস পর কংগ্রেসশাসিত এই রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। খবর এনডিটিভির। প্রতিবেদনে বলা হয়েছে, আজ সকালেই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করে তিনি এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
অমরিন্দর সিং বলেন, আমি গত দুই মাসে কংগ্রেসের নেতৃবৃন্দের দ্বারা তিনবার অপমানের শিকার হয়েছি। তারা বিধায়কদের দিল্লিতে দুইবার ঢেকে নিয়েছে। আজও বিধায়কদের নিয়ে বৈঠকের আহ্বান করেছে। দৃশ্যত আমার ওপর কংগ্রেসে নেতাদের আর বিশ্বাস নেই। তারা মনে করে আমি আমার দায়িত্ব পালন করতে আর সক্ষম নই।
কিন্তু তারা (কংগ্রেস নেতৃবৃন্দ) যেভাবে পুরো বিষয়টির সমাধান করেছে, তাতে আমি অপমানিত হয়েছি। এখন পুরোটা তাদের হাতে। নিজেদের বিশ্বাসী লোককে তারা এই পদে নিয়োগ দিতে পারবে। যোগ করেন তিনি। কংগ্রেসে তিনি থাকবেন কিনা, এমন এক প্রশ্নের জবাবে বলেন, সবসময়ই একটি বিকল্প থাকে এবং সময় আসলে সেটি আমি ব্যবহার করবো। এই মুহূর্তে আমি কংগ্রেসেই আছি।
রাজনীতি/জেএম
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |