নিয়মিত বেতনের দাবিতে আন্দোলনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের শ্রমিকরা
নিউজ ডেস্ক:
|
রাজধানীর তেজগাঁও এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের শ্রমিকরা নিয়মিত বেতনের দাবিতে আন্দোলন করেছে। পরে প্রতিশ্রুতি পেয়ে আন্দোলন স্থগিত করেন তারা। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত শ্রমিকরা এ আন্দোলন করেন। জানা গেছে, ঠিকাদার প্রতিষ্ঠানের নিয়মিত বেতন না দেওয়া, বেতন দিলেও নানা অজুহাত দেখিয়ে টাকা কেটে ফেলা, অনেক সময় শ্রমিকদের না জানিয়েই বেতন থেকে টাকা কেটে নেওয়াসহ নানাভাবে নির্যাতন করার প্রতিবাদে আন্দোলনে নামে শ্রমিকরা। কাজ বন্ধ রেখে আন্দোলনের বিষয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের শ্রমিকরা জানান, এ আন্দোলন থেকে আমাদের দাবি, দ্রুত যেন বকেয়া বেতন পরিশোধ করা হয়। এছাড়া প্রতি মাসে নিয়মিত বেতন দিতে হবে এবং কোনো টাকা কাটা যাবে না। বেলা ১২টায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের কর্মকর্তাদের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছে শ্রমিকরা। শ্রমিকদের আন্দোলনের বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জাগো নিউজকে বলেন, শ্রমিকদের আন্দোলনের ঘটনাস্থলে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে কারণে সকাল থেকে পুলিশ মোতায়ন ছিল। কোনো ধরনের সহিংসতা হয়নি। বেলা ১২টার দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কর্মকর্তাদের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছে শ্রমিকরা।
নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |