বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪ ৬ অগ্রহায়ণ ১৪৩১

নিরব-বুবলী-রোশানের চোখ দেখা যাচ্ছে যেসব হলে
নিউজ ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ০১ অক্টোবর ২০২১, ০৯:৫৩ রাত | অনলাইন সংস্করণ

শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নতুন সিনেমা চোখ। এতে অভিনয় করেছেন নিরব, বুবলী ও রোশান। দেশের ৩৮টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।

প্রেক্ষাগৃহগুলো হলো- স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), সনি, ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী, চিত্রামহল, আনন্দ, বিজিবি অডিটোরিয়াম, গীত, সৈনিক ক্লাব, নিউ গুলশান, সেনা অডিটোরিয়াম, চন্দ্রিমা, নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), নবীন (মানিকগঞ্জ), বর্ষা (গাজীপুর), চাঁদমহল (কাঁচপুর), পান্না (মুক্তারপুর, মুন্সীগঞ্জ), নন্দিতা (সিলেট), ঝংকার (পাঁচদোনা, নরসিংদী), সিনেমা প্যালেস (চট্টগ্রাম), সুগন্ধা (চট্টগ্রাম), সঙ্গীতা (খুলনা), লিবার্টি (খুলনা), মনিহার (যশোর), মডার্ন (দিনাজপুর), অভিরুচি (বরিশাল), পূরবী (ময়মনসিংহ), সত্যবতী (শেরপুর), শাপলা (রংপুর), চলন্তিকা (গোপালদী, নারায়ণগঞ্জ), পূর্বাশা (শান্তাহার, বগুড়া), মালঞ্চ (টাঙ্গাইল), মাধবী (মধুপুর, টাঙ্গাইল), রাজিয়া(নাগরপুর, টাঙ্গাইল), রুনা (চালাকচর, নরসিংদী), মোহন (হবিগঞ্জ), তামান্না (সৈয়দপুর)।

উচ্ছ্বসিত বুবলী বলেন, ‘আমরা এতদিন ঘরে ছিলাম। এটাতেই অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। এখন আবার প্রেক্ষাগৃহ খুলছে, বেশ কিছু সিনেমা মুক্তির ঘোষণা এসেছে, এটা অনেক আনন্দের বিষয়। আমার সিনেমাও মুক্তি পাচ্ছে, দেড় বছর পরে দর্শকরা আমাকে দেখবে, খুব ভালো লাগছে।’

দর্শকের প্রেক্ষাগৃহে আসা না আসার বিষয়টি এখনই গুরুত্বপূর্ণ মনে করছেন না বুবলী। দর্শকরা জানতে পারছেন যে প্রেক্ষাগৃহ খুলেছে, সিনেমা মুক্তি পাচ্ছে, চাইলেই এখন নতুন নতুন সিনেমা দেখা যাবে, এটাই বুবলীর কাছে সবচেয়ে আনন্দের।

আসিফ ইকবাল জুয়েল পরিচালিত চোখ সিনেমাটি থ্রিলার রোমান্টিক ঘরানার সিনেমা এটি। আছে কিছুটা ভৌতিক ব্যাপারও।

বুবলী আরো বলেন, ‘এখন নানা রকম সিনেমা হচ্ছে, গল্প লেখা হচ্ছে। এই থ্রিল ব্যাপারটা সময়ের দাবি। তাছাড়া প্রেমের গল্প দেখতে দেখতে অনেকের একঘেয়ে লাগতে পারে।’

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ