শুক্রবার ২২ নভেম্বর ২০২৪ ৭ অগ্রহায়ণ ১৪৩১

দোরাইস্বামী বাংলাদেশের সত্যিকারের বন্ধুঃ পররাষ্ট্রসচিব
নিউজ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২, ০৪:৫১ দুপুর | অনলাইন সংস্করণ
দোরাইস্বামী বাংলাদেশের সত্যিকারের বন্ধুঃ পররাষ্ট্রসচিব

ছবি । সংগৃহীত

মাসখানেকের বেশি সময় আগে আনুষ্ঠানিকভাবে ঢাকায় নতুন হাইকমিশনারের ঘোষণা দিয়েছে ভারত। ঢাকায় দেশটির নতুন হাইকমিশনার হিসেবে খুব শিগগিরই আসার কথা রয়েছে কূটনীতিক প্রণয় কুমার ভার্মার। ইতোমধ্যে বর্তমান হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর বিদায়ী আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে।

রোববার (১১ সেপ্টম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় হাইকমিশনার দোরাইস্বামীর সম্মানে বিদায়ী লাঞ্চের আয়োজন করেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের করা এক টুইট বার্তা থেকে এ তথ্য জানা গেছে। টুইটে বলা হয়, হাইকমিশনারকে দেওয়া বিদায়ী বক্তব্যে পররাষ্ট্রসচিব বিক্রম দোরাইস্বামীকে বাংলাদেশের সত্যিকারের বন্ধু হিসেবে অ্যাখায়িত করেছেন।  

ভারতীয় গণমাধ্যমের তথ্য বলছে, ঢাকায় দায়িত্ব পালন শেষে বিক্রম দোরাইস্বামী যুক্তরাজ্যে ভারতের রাষ্ট্রদূত হতে যাচ্ছেন।

গত ২৯ জুলাই ভার‌তের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞ‌প্তি‌তে জানানো হয়েছিল, ভিয়েতনামে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মাকে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যেই তিনি বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে যোগ দেবেন।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ