শুক্রবার ২২ নভেম্বর ২০২৪ ৭ অগ্রহায়ণ ১৪৩১

দেশে ৮টি সাইবার ট্রাইব্যুনাল কাজ করছে : আইনমন্ত্রী
নিউজ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ০৫ এপ্রিল ২০২২, ০৪:২৫ দুপুর | অনলাইন সংস্করণ

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, বর্তমানে দেশে আটটি সাইবার ট্রাইব্যুনাল থাকায় এ সংক্রান্ত মামলা নিষ্পত্তির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে সাইবার ক্রাইম মামলার সংখ্যা পর্যালোচনায় প্রয়োজনে নতুন ট্রাইব্যুনাল তৈরি করা হবে।

 আজ মঙ্গলবার (৫ এপ্রিল) জাতীয় সংসদের এক অধিবেশনে ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তি সম্পর্কিত মামলা নিষ্পত্তির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ২০১৩ সালে প্রথমবারের মতো ঢাকায় একটি সাইবার ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করে। পরবর্তীতে সাইবার ক্রাইম সংক্রান্ত মামলার সংখ্যা বাড়ায় ২০১৯ সালে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একটি করে আরও সাতটি সাইবার ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হয়।

 সাংসদ মামুনুর রশীদ কিরনের অপর এক প্রশ্নের জবাবে আনিসুল হক জানান, ২০১৮-১৯ অর্থবছরে এক লাখ ৮০৬ জন অসহায় বিচারপ্রার্থীর মামলায় জেলা কমিটির তহবিল হতে চার কোটি চার লাখ ৯৪ হাজার ২২৮ টাকা অনুদান দেওয়া হয়েছে।

 

চলতি অর্থবছরে ৩ কোটি ৮ লাখ ১৪ হাজার ৫০৬ টাকা জেলা কমিটির তহবিলে বরাদ্দ করা হয়েছে বলেও জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ