দুর্গাপুর উপজেলায় শ্বশুরবাড়িতে স্বামীর আত্মহত্যা
নিউজ ডেস্ক:
|
স্বামীর সাথে ঝগড়া করে বাবার বাড়িতে অবস্থান করছিলেন স্ত্রী। দীর্ঘদিন পর স্ত্রীর অভিমান ভাঙিয়ে নিজ বাড়িতে ফিরিয়ে আনতে শ্বশুর বাড়ি যান স্বামী। তবে স্ত্রীর রাগ ভাঙাতে ব্যর্থ হয়ে অভিমানে শ্বশুর বাড়িতেই বিষপানে আত্মহত্যা করেন যুবক। সোমবার (১৫ আগস্ট) দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত যুবকের নাম সোহেল মিয়া (২৫)। তিনি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার বেদিখোড়া গ্রামের আতাউর রহমানের ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আড়াই বছর আগে বিয়ে হয় সোহেল মিয়া ও চম্পা বেগমের। তাদের নয় মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। স্বামী সোহেল মিয়ার সঙ্গে অভিমান করে দীর্ঘদিন বাবার বাড়িতে ছিলেন স্ত্রী চম্পা। সোমবার স্ত্রীকে নিজ বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য শ্বশুরবাড়িতে যান সোহেল মিয়া। কিন্তু স্ত্রী চম্পা জানান সোহেলের সাথে তিনি আর যাবেন না। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে স্ত্রীর সাথে কথা কাটাকাটির পর সোহেল মিয়া বিষপান করেন। শ্বশুরবাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সোহেলের শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে চিকিৎসক সোহেলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু ময়মনসিংহ নেওয়ার পথে তার মৃত্যু হয়। দুর্গাপুর থানার তদন্ত (ওসি) মো. এনামুল হক বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মৃতের পরিবার থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। নিহতের স্বজনদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। নিউজ ডেস্ক| দৈনিক আজবাংলা |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |