দুই ঘণ্টার চেষ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন ভবনের আগুন নিয়ন্ত্রণে
নিউজ ডেস্ক:
|
ফায়ার সার্ভিসের দুই ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ভবনে লাগা আগুন। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় সকাল সোয়া নয়টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। বৃহস্পতিবার সকাল সোয়া ৭টায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ শিকদার বলেন, ‘উত্তর সিটি করপোরেশন ভবনের অষ্টম তলায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট পাঠানো হয়। তারা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইনের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আজ (বৃহস্পতিবার) সকাল ৭টা ১০ মিনিট থেকে ১৫ মিনিটের মধ্যে অষ্টম তলায় লিফটের পাশে ইলেকট্রিক কন্ট্রোল রুমে সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। সিলিংয়ের খুব সামান্য অংশে আগুন লাগে। আগুনে পুরো ফ্লোর ধোঁয়াচ্ছন্ন হয়ে আছে। অষ্টম তলায় রিসিপশনের পাশে এবং সামনের দিকের কয়েকটি গ্লাস ভেঙে ধোঁয়া বাইরে বের করা হয়।’ জানা যায়, ভবনটিতে ইউনিমার্ট সুপারশপ, শেফ টেবিল রেস্টুরেন্টসহ উত্তর সিটি কর্পোরেশনের অফিস রয়েছে।
নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |