শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ৭ অগ্রহায়ণ ১৪৩১

তামাকে কত জীবন থেমে গেল সেটা টাকায় নিরূপণ করা যাবে নাঃ বাণিজ্যমন্ত্রী
নিউজ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২৯ আগস্ট ২০২২, ০১:১২ রাত | অনলাইন সংস্করণ
তামাকে কত জীবন থেমে গেল সেটা টাকায় নিরূপণ করা যাবে নাঃ  বাণিজ্যমন্ত্রী

ছবি । সংগৃহীত

তামাক ব্যবহারের ফলে যে ক্ষতি হচ্ছে সেটা টাকায় নিরূপণ করা যাবে না বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘আমরা তামাক থেকে ২২ হাজার কোটি টাকার মতো কর পাই। আর আমরা যদি খরচটা ধরি সেটা দাঁড়ায় ৩০ হাজার কোটি টাকা। টাকার হিসাবে ৮ হাজার কোটি টাকা বেশি যাচ্ছে। এটা কিন্তু শেষ হিসেব নয়। তামাকের ব্যবহারে ফলে আমাদের যে ক্ষতি হচ্ছে সেটা কিন্তু টাকা দিয়ে নিরূপণ করা যাবে না। কত জীবন আমরা হারালাম, কত জীবন নষ্ট হয়ে গেল, কত জীবন থেমে গেল। সেটা কোন টাকায় হিসাব করবো আমরা। আমাদের সেটাও কিন্তু বিবেচনায় আনা দরকার।

রবিবার রাজধানীর সিরডাপ অডিটোরিয়ামে ঢাকা আহছানিয়া মিশনের আয়োজিত ‘তামাকমুক্ত বাংলাদেশ গঠনে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী মাদকের যে আইন করার কথা বলেছেন, আমি আমার অবস্থান থেকে সেই লক্ষ্যে শতভাগ সততার সঙ্গে কাজ করবো।

মন্ত্রী বলেন, আমি যে এলাকা থেকে নির্বাচিত হয়ে এসেছি বাংলাদেশের বিশাল অংকের বিড়ি সেখানে তৈরি হয়। সেখানে শ্রমিকরা কাজ করে। আমি সেটা বন্ধ করতে পারেনি। কেননা ওখানে অনেক লোক কাজ করে অনেক শ্রমিক আছে সেটা যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় তাহলে তারাও কিন্তু অভাবে পড়বে। অল্টারনেটিভ হিসাবে যেটা চেষ্টা করেছি, প্রায় ৩০ হাজারের মতো শ্রমিক ওখান থেকে গার্মেন্টস সেক্টরে চলে আসছে। এই ব্যাপারে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি এবং তারা বেরিয়েও এসেছে। তামাক নিয়ন্ত্রণে যে আইন হচ্ছে সেখানে বাণিজ্য মন্ত্রণালয়ের কোন সহযোগিতা প্রয়োজন হলে সেখানে আমি সর্বোচ্চ সহযোগিতা করব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী। সংসদ সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডাঃ প্রান গোপাল দত্ত।

এছাড়াও সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডসের লিড পলিসি এ্যাডভাইজার ও বিসিআইসির অবসরপ্রাপ্ত চেয়ারম্যান (গ্রেড-১) মো. মোস্তাফিজুর রহমান,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়কারী (অতিরিক্ত সচিব) হোসেন আলী খন্দকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যাশনাল প্রফেশনাল অফিসার (এনসিডি), ডাঃ সৈয়দ মাফুজুল হক। এতে সভাপতিত্ব করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের নির্বাহী পরিচালক সাজেদুল কাইয়ুম দুলাল।

 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা

 

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ