তাজমহলের মত দৃষ্টিনন্দন মসজিদ মাদারীপুরে
নিউজ ডেস্ক:
|
মসজিদটির নাম ইলিয়াছ আহম্মেদ চৌধুরী কলেজ মসজিদ। এতে রয়েছে ৫০ ফুট উচ্চতার ৪টি গম্বুজ ও ৯৬ ফুট উচ্চতার ২টি মিনার। মসজিদের ভেতরে ৮০০ ও বাইরে আড়াই হাজার মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারেন। ৭৫ ফুট উচ্চতার মসজিদটির ভেতরে ব্যবহার করা হয়েছে ৮টি পাখাযুক্ত মাত্র ৪টি বৈদ্যুতিক পাখা। চীন থেকে আনা ফ্যানগুলো দেখতে হুবহু বিমানের প্রপেলারের মতো। নামাজ পড়ার পাশাপাশি তাজমহলের আদলে নির্মিত মসজিদটির সৌন্দর্য উপভোগে প্রতিদিনই আসেন শত শত দর্শনার্থী। রাজধানীতে যাতায়াতকারীরাও গাড়ি থামিয়ে আদায় করেন নামাজ। দাবি করা হয়, এটি দক্ষিণাঞ্চলের সবচেয়ে ব্যয়বহুল, আকর্ষণীয় ও সর্বাধুনিক মসজিদ। মসজিদের রাতের দৃশ্য আরও মনোরম। ঝলমলে আলো নজর কাড়ে সবার। আমেরিকার লিগম্যান কোম্পানি থেকে আনা বিভিন্ন আকৃতির ৯৪টি লাইট রয়েছে এখানে। আর তুরস্ক থেকে আনা হয়েছে ঝাড়বাতি। মসজিদটির নকশা করেছেন স্থপতি কাজী মোহাম্মদ হানিফ। ৪ বিঘা জমির ওপর ২০১৭ সালের ফেব্রুয়ারিতে নির্মাণকাজ শুরু হয়। নির্মাণ করতে প্রতিদিন ৪০ জন শ্রমিকের সময় লেগেছে একটানা তিন বছর। ২০২১ সালের ফেব্রুয়ারিতে মুসল্লিদের জন্য খুলে দেয়া হয় মসজিদটি। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |