শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ৭ অগ্রহায়ণ ১৪৩১

তথ্য সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবেঃ আইজিপি
নিউজ ডেস্ক:
প্রকাশ: শনিবার, ০৩ সেপ্টেম্বর ২০২২, ০৪:৫০ দুপুর | অনলাইন সংস্করণ
তথ্য সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবেঃ  আইজিপি

ছবি । সংগৃহীত

তথ্য সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদ। 

তিনি বলেছেন, স্বাধীনতা বিরোধীরা দেশ, জাতি ও সরকারের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। প্রবাসীদেরকে এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং সত্য প্রচারণাকে সামনে আনতে হবে। 

জাতিসংঘ পুলিশ সামিটে যোগ দিতে আসা আইজিপি নিউইয়র্কে এক নাগরিক সংবর্ধনায় এসব কথা বলেন। নিউইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র নাগরিক কমিটি এই সংবর্ধনার আয়োজন করে।

বেনজির আহমেদ বলেন, ২০০৯ সালের যে সময়ের ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্র সরকার আমাকে নিষিদ্ধ করেছে সে সময় আমি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কেই অবস্থান করছিলাম। আমি আমেরিকাতে অনেকবার এসেছি, পড়াশুনা করেছি, বসবাস করেছি এখানে।

তিনি বলেন, মজার বিষয় হচ্ছে ২০০৯ সাল থেকে ৬০০ মানুষ গুমের অভিযোগ করা হচ্ছে। আমি তো ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত র‌্যাবে ছিলাম না। ৬০০ মানুষ গুমের যে মিথ্যা অভিযোগ করা হয়েছে তার তালিকা কোথায়? কেউ সেই তালিকা দিতে পারেনি। ২০১৩ সালে হেফজতে ইসলামে মিছিলে তিন হাজার মানুষ নিখোঁজ হয়েছিল বলে মিথ্যা অভিযোগ করা হয়েছিল। তারা নিখোঁজ একজনেরও নাম দিতে পারেনি। 

নিষিদ্ধ ঘোষণার বিষয়ে তিনি বলেন, এর জন্য আমি আমেরিকান সরকারকে দায়ি করবো না। এর পেছনে রয়েছে স্বাধীনতা বিরোধীদের তিন বছরের কঠোর পরিশ্রম। তারা টাকা খরচ করে চারটি লবিস্ট ফার্ম নিয়োগ করেছে। প্রত্যেকটা ফার্মকে ২৫ মিলিয়ন ডলার করে দেওয়া হয়েছে। এটা তাদের ১০০ মিলিয়ন ডলারের প্রজেক্ট। দেশের বিরুদ্ধে কারা এই লবিস্ট ফার্ম নিয়োগ করেছে তাদের খুঁজে বের করে তাদের বিুরদ্ধে লড়াই করতে হবে, রুখে দাঁড়াতে হবে। 

তিনি বলেন, জামায়াত নেতা মুজাহিদ মন্ত্রী থাকাকালে যেসব এনজিও তৈরি হয়েছে তারাই বিদেশিদের কাছে মিথ্যা তথ্য দিচ্ছে দেশ সম্পর্কে। 

২২ জন তথ্য সন্ত্রাসীর কথা উল্লেখ করে তিনি বলেন, তারা সোস্যাল মিডিয়া বা ইউটিউবে যেসব মিথ্যা প্রচারণা করছে সেগুলো দেখে তাদের ভিউয়ার্স বাড়াবেন না। সত্য প্রচারণাকে সামনে আনতে প্রবাসীদের এগিয়ে আসতে হবে। 

তিনি বলেন, দেশ, জাতি ও রাষ্ট্রের প্রয়োজনে কখনও কখনও একটা জেনারেশনকে দায়িত্ব নিতে হয়। আমাদেরকে এখন এই দায়িত্ব নিতে হবে। আমরা যদি ব্যর্থ হই তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। দেশ, জাতি এবং দেশের অগ্রযাত্রার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে তার বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। বাঙালি জাতি যখনই ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে তখনই বিজয়ী হয়েছে।

আইজিপি বলেন, আমেরিকান সরকার এসব লবিস্ট নিয়োগ করেনি। আমেরিকার সঙ্গে আমাদের ঐতিহাসিক বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। আমেরিকান সরকারের যেমন অন্যতম লক্ষ্য সন্ত্রাসকে দূর করা আমাদের প্রধানমন্ত্রীরও এটিই প্রধান লক্ষ্য। 

অনুষ্ঠানের সভাপতি হিসাবে হিন্দোল কাদির বাপ্পা বলেন, যেসব তথ্য সন্ত্রাসীরা সোস্যাল মিডিয়ায় মিথ্যা ভিডিও ছেড়ে অপপ্রচার করেছে তাদের মুখে ছাই দিয়ে বাংলাদেশের পুলিশ প্রধান যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

সন্ধ্যায় নিউইয়র্কের কুইন্সে উডসাইড এলাকায় গুলসান টেরেসে পৌঁছালে আইজিপি ড. বেনজির আহমেদকে ফুলের পাপড়ি ছিটিয়ে জয়বাংলা শ্লোগান দিয়ে বরণ করে নেয় কয়েকশ প্রবাসী বাংলাদেশি।

 
 

নিউজ ডেস্ক। দৈনিক আজবাংলা

 

 
« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ