ঢাবির অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর পরীক্ষার ফলাফল সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রকাশিত হবে
নিউজ ডেস্ক:
|
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর চূড়ান্ত পেশাগত পরীক্ষার ফলাফল আগামী মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত হবে। বিলম্বে হলেও এরই মধ্যে অধিকাংশ বিষয়ের নম্বর ডিন অফিসে চলে এসেছে। বাকিগুলো জমা হলে সংশোধনীসহ ফল প্রকাশের পরবর্তী পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ। ঢাবি মেডিসিন অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির চেয়ারম্যান ডা. শাহরিয়ার নবী আজ বুধবার (২৪ আগস্ট) দুপুরে মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন। অধিকাংশ বিষয়ের ফলাফল হাতে পেয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘আমার লক্ষ্য, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ফলাফল প্রকাশ করা। কিছু কিছু জায়গা থেকে নম্বর পাঠানোর পর দেখা যাবে, ভুল হয়েছে। সেটা আবার সংশোধন করতে হয়। সেজন্য আগে আগে দিয়ে দিলে সংশোধন করা সহজতর হয়। এ কাজে ১০-১৫ দিন সময় লেগে যায়। সে কারণে শুরু থেকেই সবার পূর্ণ সহযোগিতার প্রত্যাশা করে আসছি।’ এখনো কিছু বিষয়ের নম্বর জমা না হওয়ায় উষ্মা প্রকাশ করেন ঢাবি মেডিসিন অনুষদের ডিন। বলেন, ‘বারবার বলা হয়েছে, পরীক্ষা শেষ হওয়ার ৩/৪ দিনের মধ্যে খাতাটা জমা দিয়ে নম্বর প্রদান করতে। কিন্তু তা বাস্তবায়ন হয়নি।’ তিনি আরও বলেন, ‘রাজধানীর সরকারি এক মেডিকেল কলেজের গাইনির বিভাগীয় প্রধানের কাছ থেকে নম্বর পেয়েছি দুই দিন আগে, যা সবাই দিয়েছেন প্রায় এক মাস আগে। পরিস্থিতি এমন হলে কীভাবে সর্বোচ্চ গতিতে কাজ করবো? আমি হতাশ! সবাই সহযোগিতা না করলে একার পক্ষে পুরো ফলাফল প্রস্তুত করা তো কখনোই সম্ভব না।’ খাতা জমা হতে দেরি হওয়ায় ফলাফল প্রস্তুতিতে বিলম্ব হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ‘শিক্ষার্থীরা হয় তো বলবে, ফলাফল দিতে দেরি হচ্ছে। কিন্তু শত চেষ্টা থাকা সত্ত্বেও কাঙিক্ষত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করতে পারছি না।’ ‘যেসব ছেলে-মেয়ে একটু দুর্বল, তাদেরকে পরেরবারের প্রস্তুতির সময় দিতে হবে। সে কারণে এতো তৎপর ছিলাম, এক থেকে দেড় মাসের মধ্যে ফলাফল প্রকাশের চেষ্টা করেছি। কিন্তু গুটিকয়েক ফ্যাকাল্টির জন্য আমাদের সবার সকল প্রস্তুতি বিফল হয়ে যায়, এটা দুঃখজনক’, যোগ করেন ঢাবি মেডিসিন অনুষদের ডিন।
নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |