বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪ ৬ অগ্রহায়ণ ১৪৩১

ঢাকা মেডিকেল কলেজ এলামনাই ট্রাস্ট নির্বাচনের জয়ী অধ্যাপক ডা.আমজাদ-নাইম-দেবেশ প্যানেল
নিউজ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩১ রাত | অনলাইন সংস্করণ
ঢাকা মেডিকেল কলেজ এলামনাই ট্রাস্ট নির্বাচনের জয়ী অধ্যাপক ডা.আমজাদ-নাইম-দেবেশ প্যানেল

ছবি । সংগৃহীত

"ঢাকা মেডিকেল কলেজ এলামনাই ট্রাস্ট নির্বাচন ২০২২"অনুষ্ঠিত হলো গত শনিবার ২৪ সেপ্টেম্বর।

উৎসবমুখর পরিবেশে দেশসেরা বরেণ্য ডিএমসিয়ান  চিকিৎসকগণ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে ভোট দিতে এসেছিলেন।
সকাল ৯ টা থেকে শুরু হয়ে ভোট চলে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে  ডিএমসিয়ানরা ছুটে এসেছিলেন এলামনাই ট্রাস্ট নির্বাচনে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য।

"সেবা সংগ্রাম ও ঐতিহ্য" এর ধারক ও বাহক ডিএমসির এলামনাই ট্রাস্ট নির্বাচনে দুইটি প্যানেল অংশ নিয়েছিলো।

ঢাকা মেডিকেল কলেজের অ্যালামনি ট্রাস্টের  নির্বাচন-২০২২ এ চেয়ারম্যান হিসেবে  অধ্যাপক ডা.আমজাদ স্যার নির্বাচিত হয়েছেন যিনি একজন বীর যোদ্ধাহত মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সেক্টর ৭ এর অধীনে 'বড় গ্রাম', 'নিউ টাউন', 'রুদ্রাণী'--নামক গেরিলা অভিযানের  অপারেশনগুলিতে নেতৃত্ব দেন এই চিকিৎসক। করোনাকালীন মহামারিতে ও  এই চিকিৎসক নিরবচ্ছিন্ন ভাবে চিকিৎসা সেবা চালিয়ে গেছেন।
এরই স্বাক্ষর হিসেবে, ২০২১ সালে জনসেবায় অনন্য ভূমিকা রাখবার জন্য রাষ্ট্রীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার "স্বাধীনতা পদক"এ ভূষিত হন।

নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে অধ্যাপক ডাঃ দেবেশ চন্দ্র তালুকদার, সহ-সভাপতি পদে বাংলাদেশে ল্যাপারোস্কোপির জনক খ্যাত অধ্যাপক ডাঃ সর্দার নাঈম নির্বাচিত হন। 

নির্বাচনে অধ্যাপক ডাঃ জামাল-প্রফেসর মোশাররফ -ডাঃ আফজালুল রানা প্যানেল থেকে ৫ জন ইসি সদস্য পদে ১০ জন নির্বাচিত হন।

 

সামিন ইয়াসার স্পন্দন

বিশেষ প্রতিনিধি

 

 

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ