রবিবার ২৪ নভেম্বর ২০২৪ ৯ অগ্রহায়ণ ১৪৩১

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি আরো ১৫০ জন
নিউজ ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ০৮ অক্টোবর ২০২১, ০৭:৩৭ বিকাল | অনলাইন সংস্করণ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫০ জন। এর মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৭ জন আর বাকি ১৩ জন অন্যান্য বিভাগে।

শুক্রবার কন্ট্রোল রুম ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি মাসে এখন পর্যন্ত এক হাজার ৪৯৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেন। চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।

দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮৭৬ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকা বিভাগের হাসপাতালে ভর্তি আছেন ৭২৯ জন আর বাকি ১৫৭ জন দেশের অন্যান্য বিভাগের হাসপাতালে।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১৯ হাজার ৬৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১৮ হাজার ৭৩৫ জন। চলতি বছরে এখন পর্যন্ত ৭৩ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ