রবিবার ২৪ নভেম্বর ২০২৪ ৯ অগ্রহায়ণ ১৪৩১

ডাস্টার দিয়ে শিশু শিক্ষার্থীর মাথা ফাটালেন শিক্ষিকা
নিউজ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২৮ মার্চ ২০২২, ০৫:৩১ বিকাল | অনলাইন সংস্করণ

রাজবাড়িতে তৃতীয় শ্রেণির শিশু শিক্ষার্থীকে ডাস্টার দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছেন চৌধুরী ফরিদা আক্তার নামে এক শিক্ষিকা। এ ঘটনায় শিশুটির মাথায় দুইটি সেলাই দেওয়া হয়।

রোববার (২৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ৫৭ নম্বর মূলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষিকা উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

আহত শিক্ষার্থীর নাম উর্মি। সে মূলঘর ইউনিয়নের পারসাদীপুর গ্রামের ভ্যানচালক আয়নাল শেখের মেয়ে।

শিক্ষার্থী উর্মির মা শিল্পী খাতুন বলেন, আমার মেয়েকে ডাস্টার দিয়ে শিক্ষিকা ফরিদা আক্তার মাথায় আঘাত করেছেন। এতে তার মাথা ফেটে গেছে।

অভিযুক্ত সহকারী শিক্ষিকা চৌধুরী ফরিদা আক্তার জানান, সেদিন ২য় শ্রেণির গণিত ক্লাস চলছিল তখন ৩য় শ্রেণির কয়েকজন শিক্ষার্থী ক্লাসের বাইরে থেকে পরবর্তী ক্লাসের জন্য রুমে প্রবেশ করতে চাচ্ছিল। তাদের একাধিকবার নিষেধ করা হলেও শোনেনি। একপর্যায়ে হাতের ডাস্টারটি অনাকাঙ্ক্ষিতভাবে উর্মির মাথায় লাগে। এ ঘটনায় আমি অনুতপ্ত। আমার অনেক খারাপ লেগেছে।

৫৭ নম্বর মূলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুল ইসলাম জানান, ঘটনাটি অনাকাঙ্ক্ষিতভাবে ঘটেছে। শিশুটির সব ধরনের চিকিৎসা সেবা বিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়া হবে। পাশাপাশি শিশুটি লেখাপড়ার সব ধরনের সুযোগ সুবিধা পাবে। আমরা এমন ঘটনায় অনুতপ্ত।

রাজবাড়ী সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুস সালাম মণ্ডল বলেন, ঘটনাটি জানতে পেরেছি। শিক্ষার্থীকে সব ধরনের চিকিৎসা করাতে বলা হয়েছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ