ডাকাতির প্রস্তুতির কালে অস্ত্রসহ ৮ রোহিঙ্গা আটক
নিউজ ডেস্ক:
|
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় আটজন রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তাদের কাছ থেকে সাতটি দা, হাঁসুয়া ও শাবলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন- উখিয়ার ১৩ নং রোহিঙ্গা ক্যাম্পের আমির হোসেনের ছেলে এনায়েত উল্লা, শফিকের ছেলে মো. আমিন, আব্দুস সালামের ছেলে নুর মোহাম্মদ, কাসেমের ছেলে মো. রফিক, দিল মোহাম্মদের ছেলে মো. রফিক, মাসুদ মিয়ার ছেলে ফিরোজ মিয়া, আব্দুল গফফারের ছেলে আরিফ উল্লাহ ও জাবের আলমের ছেলে মোহাম্মদ সলিম। মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ৮ এপিবিএন-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন। তিনি জানান, জামতলী ক্যাম্প-১৩ এর কবরস্থানের পাশে একদল সন্ত্রাসী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে গোপন খবর আসে। এর ভিত্তিতে অভিযান চালিয়ে আটজন রোহিঙ্গাকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে। তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |