ট্রাম্পের বাড়িতে এফবিআইয়ের অপ্রত্যাশিত অভিযান
নিউজ ডেস্ক:
|
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাম বিচের বাড়িতে এফবিআইয়ের অপ্রত্যাশিত অভিযান চালিয়েছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। এসময় এফবিআই এজেন্টরা ট্রাম্পের বাড়িতে একটি সিন্দুক ভেঙ্গেছেন। প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্প রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কিছু নথি হোয়াইট হাউজ থেকে সরিয়ে বাড়ি নিয়ে গিয়েছিলেন বলে অভিযোগ আছে। জানা গেছে, গোপন নথিপত্রের সন্ধানে এফবিআই ট্রাম্পের বাড়িতে অভিযান চালিয়েছে। তবে এ ব্যাপারে এফবিআইর তরফ থেকে কিছু জানানো হয়নি। ট্রাম্পের দাবি, তিনি সব রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাগজ ও অন্যান্য বিষয়ে সরকারি তদন্ত সংস্থাকে সহযোগিতা করে আসছিলেন। এমন সময় তার বাড়িতে অভিযান কেন- প্রশ্ন উত্থাপন করেছেন ট্রাম্প। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে মেয়াদ শেষের পর হোয়াইট হাউস ছেড়ে ২০২১ সালের জানুয়ারি মাস থেকে ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডার পাম বিচ দ্বীপের মার-এ-লাগো ভবনটিকে স্থায়ী আবাস হিসেবে ব্যবহার করছেন। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |