জোয়ারের পানিতে ভেসে আসা হরিণ শাবক অবমুক্ত
নিউজ ডেস্ক:
|
জোয়ারের পানিতে ভেসে আসা একটি হরিণ শাবক বনে অবমুক্ত করা হয়েছে। আজ সোমবার ভোলার তজুমদ্দিন উপজেলার বাসান ভাঙ্গার চরের গভীর বনে এটি অবমুক্ত করা হয়। হরিণটির বয়স দুই মাস। তিনি বলেন, স্থানীয়রা নদী থেকে হরিণ শাবকটি উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ এটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করে। প্রাথমিক চিকিৎসা দিয়ে হরিণটি বনে অবমুক্ত করা হয়েছে। এ ব্যাপারে ভোলা বন বিভাগের রেঞ্চ কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, ওই হরিণ শাবককে বেলা ১১টায় ভোলার তজুমদ্দিন উপজেলার বাসান ভাঙ্গার চরের গভীর বনে অবমুক্ত করা হয়। এটি বর্তমানে সুস্থ রয়েছে। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |