বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪ ৬ অগ্রহায়ণ ১৪৩১

জোয়ারের পানিতে ভে‌সে আসা হ‌রিণ শাবক‌ অবমুক্ত
নিউজ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ০৪ অক্টোবর ২০২১, ০৪:২০ দুপুর | অনলাইন সংস্করণ

জোয়ারের পানিতে ভেসে আসা একটি হরিণ শাবক বনে অবমুক্ত করা হয়েছে। আজ সোমবার ভোলার তজুম‌দ্দিন উপ‌জেলার বাসান ভাঙ্গার চ‌রের গভীর ব‌নে এটি অবমুক্ত ক‌রা হয়। হরিণটির বয়স দুই মাস।

এর আগে গতকাল রোববার দুপুরে বোরহানউদ্দিন উপজেলার হাসনানগর ইউনিয়নে ভাসমান অবস্থায় হরিণটি উদ্ধার করে স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করেছেন বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. মাজহারুল আমীন।

তিনি বলেন, স্থানীয়রা নদী থেকে হরিণ শাবকটি উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ এটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করে। প্রাথমিক চিকিৎসা দিয়ে হরিণটি বনে অবমুক্ত করা হয়েছে।

এ ব্যাপারে ভোলা বন বিভা‌গের রেঞ্চ কর্মকর্তা মো. আলাউ‌দ্দিন জানান, ওই হ‌রিণ শাবক‌কে বেলা ১১টায় ভোলার তজুম‌দ্দিন উপ‌জেলার বাসান ভাঙ্গার চ‌রের গভীর ব‌নে অবমুক্ত ক‌রা হয়। এটি বর্তমানে সুস্থ র‌য়ে‌ছে।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ