জার্মানির কেন্দ্রীয় মসজিদে মাইকে আজানের অনুমতি
নিউজ ডেস্ক:
|
প্রথমবারের মতো জার্মানির কোলন শহরে মাইকে আজান দেওয়ার অনুমতি দিয়েছে নগর প্রশাসন। শুক্রবার (১৪ অক্টোবর) ওয়েস্ট ফালেন অঙ্গরাজ্যের কোলন শহরের এহরেনফেল্ড এলাকায় অবস্থিত কেন্দ্রীয় মসজিদে আজান প্রচারের মধ্য দিয়ে জুমার নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার জুমার নামজের আজান দেন ইমাম মুস্তাফা কাদের। তিনি ২৯ বছর ধরে মসজিদে ইমামতি করছেন। আজানের পর মসজিদে নামাজ আদায় করতে আসেন মুসল্লিরা।
এক বছর আগেই জুমার আজান মাইকে দেওয়ার সিদ্ধান্তটি নিয়েছিলেন শহরের মেয়র হেনরিয়েট রেকার। তবে নানা বিতর্কের কারণে তা এতদিন আটকে ছিল। আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, আপাতত আগামী দুই বছরের জন্য এই অনুমতি প্রযোজ্য থাকবে। শহরটির মুসলমানরা কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তুর্কি-ইসলামিক ইউনিয়ন ফর রিলিজিয়াস অ্যাফেয়ার্সের (ডিআইটিআইবি) ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহমান আতাসয় গণমাধ্যমকে জানান, শুক্রবার ১৪ অক্টোবর আমরা প্রথমবারের মতো লাউড স্পিকারের মাধ্যমে আজান দেব। এর আগে অবশ্য এর খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে মিউনিসিপ্যালিটির সাথে আলোচনা হবে। লাউড স্পিকারে আজানের অনুমতি দেওয়ায় আতাসয় শহরটির মেয়র হেনরিয়েট রেকারকে ধন্যবাদ জানিয়েছেন।
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |