জার্মানির কেন্দ্রীয় মসজিদে মাইকে আজানের অনুমতি
নিউজ ডেস্ক:
প্রকাশ: রবিবার, ১৬ অক্টোবর ২০২২, ০৪:২৪ সকাল | অনলাইন সংস্করণ

প্রথমবারের মতো জার্মানির কোলন শহরে মাইকে আজান দেওয়ার অনুমতি দিয়েছে নগর প্রশাসন। শুক্রবার (১৪ অক্টোবর) ওয়েস্ট ফালেন অঙ্গরাজ্যের কোলন শহরের এহরেনফেল্ড এলাকায় অবস্থিত কেন্দ্রীয় মসজিদে আজান প্রচারের মধ্য দিয়ে জুমার নামাজ অনুষ্ঠিত হয়।

শুক্রবার জুমার নামজের আজান দেন ইমাম মুস্তাফা কাদের। তিনি ২৯ বছর ধরে মসজিদে ইমামতি করছেন। আজানের পর মসজিদে নামাজ আদায় করতে আসেন মুসল্লিরা।


বৃহস্পতিবার (১৩ অক্টোবর) কোলন শহর কর্তৃপক্ষ ও জার্মানিতে বসবাসকারী তুরস্কের নাগরিকদের সংগঠন ‘দিতিব’-এর মধ্যে একটি সাধারণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন শহরের একজন মুখপাত্র। এর মধ্য দিয়ে মাইকে জুমার আজান দেওয়ার বিষয়টি কার্যকর হয়েছে। ওই মুখপাত্র আরও জানান, প্রতি শুক্রবার বেলা ১২টা থেকে বিকেল ৩টার মধ্যে সর্বোচ্চ ৫ মিনিট আজান দিতে পারবেন মুয়াজ্জিন। আজানের শব্দের মাত্রা ৬০ ডেসিবেলের মধ্যে সীমিত রাখতে হবে।

এক বছর আগেই জুমার আজান মাইকে দেওয়ার সিদ্ধান্তটি নিয়েছিলেন শহরের মেয়র হেনরিয়েট রেকার। তবে নানা বিতর্কের কারণে তা এতদিন আটকে ছিল।

আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, আপাতত আগামী দুই বছরের জন্য এই অনুমতি প্রযোজ্য থাকবে। শহরটির মুসলমানরা কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

তুর্কি-ইসলামিক ইউনিয়ন ফর রিলিজিয়াস অ্যাফেয়ার্সের (ডিআইটিআইবি) ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহমান আতাসয় গণমাধ্যমকে জানান, শুক্রবার ১৪ অক্টোবর আমরা প্রথমবারের মতো লাউড স্পিকারের মাধ্যমে আজান দেব। এর আগে অবশ্য এর খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে মিউনিসিপ্যালিটির সাথে আলোচনা হবে। লাউড স্পিকারে আজানের অনুমতি দেওয়ায় আতাসয় শহরটির মেয়র হেনরিয়েট রেকারকে ধন্যবাদ জানিয়েছেন।


জার্মান সরকারের দেয়া তথ্য অনুযায়ী, জার্মানির ১৬টি প্রদেশে প্রায় ৫০ লাখের বেশি অভিবাসী মুসলিম বসবাস করছেন। ধর্মপ্রাণ এসব মুসল্লির কথা ভেবেই ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর জার্মানি সফরকালে দৃষ্টিনন্দন এহরেনফেল্ড কেন্দ্রীয় মসজিদের উদ্বোধন করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭