বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪ ৬ অগ্রহায়ণ ১৪৩১

চীনের সেই বিধ্বস্ত বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার
নিউজ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২৩ মার্চ ২০২২, ০৯:২৪ রাত | অনলাইন সংস্করণ

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুয়াংশি প্রদেশে বিধ্বস্ত হওয়া বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার হয়েছে।

বুধবার (২৩ মার্চ) দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র লিউ লুসং এ তথ্য জানিয়েছেন।

গত ২১ মার্চ চীনের ইস্টার্ন এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ বিমানটি ১৩২ জন আরোহী নিয়ে গুয়াংশির দুর্গম পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হয়। উদ্ধার অভিযানে অংশ নেওয়া কর্মীরা জানিয়েছে, বিমানে ধ্বংসাবশেষের মধ্যে জীবনের কোনো চিহ্ন নেই। সব আরোহীর মৃত্যু হয়েছে।

চীনের বেসামরিক বিমান পরিবহন প্রশাসন বলছে, বিমানটি কুনমিং শহর থেকে গুয়াংঝু যাচ্ছিল। গুয়াংশি অঞ্চলের উঝৌ এলাকার আকাশে থাকাকালীন বিমানটি মাত্র ১ মিনিট ৩৬ সেকেন্ডের ব্যবধানে ২৯ হাজার ১০০ ফুট উচ্চতা থেকে ৩ হাজার ২২৫ ফুট উচ্চতায় নেমে আসে। এর পরপরই বিমানটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এদিকে, চায়না ইস্টার্ন এয়ারলাইন্স কর্তৃপক্ষের বরাতে দেশটির গণমাধ্যমের দাবি, বিমানটিতে কোনো বিদেশি যাত্রী ছিলেন না, সবাই চীনের নাগরিক।

এরইমধ্যে, আরোহীদের স্বজনদের সঙ্গে যোগাযোগের জন্য একটি হটলাইন সেবাও চালু করা হয়েছে। একইসঙ্গে এয়ারলাইন্সের পক্ষ থেকেও আলাদা তদন্ত শুরু হয়েছে।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ