চা বাগানের টিলা ধসে প্রাণ গেলো ৪ নারী শ্রমিকের
নিউজ ডেস্ক:
|
ঘর সংস্কারের জন্য চা-বাগানের সুড়ঙে মাটি খুঁড়তে গিয়েছিলেন তারা। হঠাৎ মাটি চাপা দেয় পাহাড়। ঘটনাস্থলেই পাহাড়ধসে মাটিচাপায় একই পরিবারের চার নারীর মৃত্যু হয়। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া চা বাগানে শুক্রবার (১৯ আগস্ট) দুপুর একটার দিকে এঘটনাটি ঘটে। নিহত চারজনই লাখাইছড়া চা বাগানের চা শ্রমিক। প্রাথমিকভাবে এ তথ্য জানা গেছে। নিহতরা হলেন— লাখাইছাড়ার ৩৪ বছর বয়সী হীরা রানী ভূমিজ, ২০ বছরের রীনা ভূমিজ, ২৩ বছরের পূর্ণিমা ভূমিজ ও ৩৪ বছর বয়সী রাধামনি মাহালী। কালীঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রাণেষ গোয়ালা বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সহসভাপতি পংকজ কন্দ জানান, ওই চার নারীর মধ্যে একজন লাখাইছড়া চা বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক অরুন মাহালীর স্ত্রী রাধামনি মাহালী। এদিকে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আব্দুল কাদির বলেন, ঘর সংস্কারের জন্য মাটি সংগ্ৰহ করতে গিয়েছিলেন তারা। টিলা অনেক উঁচু হওয়ায় ও নরম থাকায় ধসে পড়ে। ঘটনাস্থলেই চার নারীর মৃত্যু হয়।
নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |