শুক্রবার ২২ নভেম্বর ২০২৪ ৭ অগ্রহায়ণ ১৪৩১

চালের দাম আরো সহনীয় হবেঃ খাদ্যমন্ত্রী
নিউজ ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ০৯ সেপ্টেম্বর ২০২২, ১২:২৭ রাত | অনলাইন সংস্করণ
চালের দাম আরো সহনীয় হবেঃ  খাদ্যমন্ত্রী

ছবি । সংগৃহীত

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি ও খোলা বাজারে বিক্রির (ওএমএস) ফলে দেশের বাজারে চালের দাম কেজিতে ৫ থেকে ৬ টাকা পর্যন্ত কমেছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বলেন, ‘চালের দাম আরো সহনীয় হবে।’

বৃহস্পতিবার বেলা ১১টায় নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছী মোড়ে ওএমএস এর চাল বিতরণ কার্যক্রম কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

সারাদেশে সুষ্ঠুভাবে খাদ্যবান্ধব কর্মসূচি ও ওএমএস ও ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর মাধ্যমে সুলভ মূল্যে চাল বিতরণ হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এসব কর্মসূচিতে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, দরিদ্র, নিম্ন আয়ের পরিবার ও তৃতীয় লিঙ্গের মানুষ অগ্রাধিকার পাচ্ছেন।’

এদিকে চাল বিতরণ কার্যক্রমে কোথাও কোনো অনিয়ম হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘এ কার্যক্রমে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অনিয়ম হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

অপরদিকে রোপা আমন মৌসুমে কৃষকরা যেন উৎপাদিত ধানের নায্য মূল্য পায় সেদিকে খেয়াল রেখে পরিকল্পনা গ্রহণের কথাও জানিয়েছেন তিনি।

এসময় মন্ত্রী উপকারভোগী সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তার সঙ্গে খাদ্য বিভাগ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা

 

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ