শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে যুক্তরাজ্যের নৌবাহিনীর রাজকীয় যুদ্ধজাহাজ
নিউজ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১, ০৪:২১ দুপুর | অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে যুক্তরাজ্যের নৌবাহিনীর রাজকীয় যুদ্ধজাহাজ ‘এইচএমএস কেন্ট’।

 

আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দরের জেটিতে এসে পৌঁছানোর পর চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার এস এম মঈন উদ্দীন যুক্তরাজ্যের জাহাজের অধিনায়ককে স্বাগত জানান।

 

এর আগে বাংলাদেশ নৌবাহিনীর একটি বাদকদল বাদ্য পরিবেশন করে জাহাজটিকে অভিবাদন জানায়। এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের ডিফেন্স অ্যাডভাইজারসহ বাংলাদেশের নৌবাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

যুক্তরাজ্যের নৌবাহিনীর যুদ্ধজাহাজ এইচএমএস কেন্টে ৩২ জন কর্মকর্তা, ১৮৭ জন নাবিক, তিনজন বেসামরিক কর্মকর্তা রয়েছেন।

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে যুক্তরাজ্যের নৌবাহিনীর যুদ্ধজাহাজ এইচএমএস কেন্ট বাংলাদেশে এসেছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ