রবিবার ২৪ নভেম্বর ২০২৪ ৯ অগ্রহায়ণ ১৪৩১

চট্টগ্রামের বাঁশখালীতে অস্ত্রের মুখে ডাকাতি, পুলিশের দাবি চুরি!
নিউজ ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১৩ আগস্ট ২০২২, ০১:৪০ রাত | অনলাইন সংস্করণ

বৃহস্পতিবার (১১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে বাঁশখালী থানার কালীপুর ইউনিয়নে অস্ত্রের মুখে হলো ডাকাতি।

চট্টগ্রামের বাঁশখালীতে অস্ত্রের মুখে জিম্মি করে স্থানীয় লেদু বাবুর্চির ডেকোরেশনের মালামাল, নগদ টাকা ও পাঁচটি গরু ট্রাকে করে নিয়ে গেছে ডাকাতদল। তবে পুলিশ বলছে, এটি ডাকাতি নয়, চুরি।

গতকাল রাতে সাত নম্বর ওয়ার্ডের লেদু বাবুর্চির দোকানের পাশের নুরুল ইসলামের খামারের তিনটি ও রনজিত পালের খামার থেকে দুটি গরু ট্রাকে করে নিয়ে যাচ্ছিল ডাকাতদল। এ সময় খামার ও ডেকোরেশনের লোকজন বাধা দিলে ডাকাতদল তাদের মারধর করে ও দোকানের ভেতরে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রাখে। তাদের মুখে কচটেপ লাগিয়ে দেয়। এরপর ডেকোরেশনের মালামাল, নগদ টাকা ও পাঁচটি গরু নিয়ে পালিয়ে যায় ডাকাতদল।

বাঁশখালী থানার কালীপুর তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. সোলেমান বলেন, এটি ডাকাতি নয়, চুরি। গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় ডেকোরেশন ও খামারের লোকজন এক চোরকে ধরে ফেলে। এ সময় চোরেরা তাদের (ডেকোরেশন ও খামারের লোকজন) মারধর করে একটি ঘরে আটকিয়ে গরুগুলো নিয়ে যায়। ঘটনাটা হলো চুরি, ডাকাতি নয়।

এর আগে, গত ৬ আগস্ট রাতেও চাম্বল এলাকার বদি আহমদ চৌধুরীর বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনাটিও পুলিশ চুরি বলে দাবি করে আসছে।

নিউজ ডেস্ক| দৈনিক আজবাংলা

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ