শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ৭ অগ্রহায়ণ ১৪৩১

ক্ষমতা হস্তান্তর করলেন ইয়েমেনের প্রেসিডেন্ট হাদি
নিউজ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ০৭ এপ্রিল ২০২২, ০৫:৩৯ বিকাল | অনলাইন সংস্করণ

ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদি জানিয়েছে, তিনি তার ডেপুটিকে বরখাস্ত করেছেন এবং তার ক্ষমতাও প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের হাতে হস্তান্তর করেছেন।

 এর পর ইয়েমেন চলমান ধ্বংসাত্মক যুদ্ধ থামাতে সৌদি আরব হাদিকে হুথিদের সঙ্গে আলোচনা শুরুর আহ্বান জানানোর পাশাপাশি দেশটিকে কয়েক বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দেয়।

 বৃহস্পতিবার ইয়েমেনের প্রেসিডেন্ট বলেন, দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্সিয়াল পরিষদ প্রেসিডেন্ট ও তার ডেপুটির দায়িত্ব সামলাবে। খবর আলজাজিরার।

 হাদি রিয়াদে অনুষ্ঠিত শান্তি আলোচনার শেষ দিনে টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে বলেন, আমি আমার পূর্ণ ক্ষমতা অপরিবর্তনীয়ভাবে প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের কাছে অর্পণ করছি। 

 এ ঘোষণার পর সৌদি আরব জানায়, তারা যুদ্ধবিধ্বস্ত দেশটির অর্থনীতিকে সহায়তার জন্য তিন বিলিয়ন মার্কিন ডলার ব্যবস্থা করছে।

 দেশটি বলছে, এর মধ্যে ২ বিলিয়ন দেবে রিয়াদ। বাকি ১ বিলিয়ন দেবে সংযুক্ত আরব আমিরাত।

 রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে খবরে বলা হয়, রিয়াদ ইয়েমেন নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের আহ্বান জানিয়েছে।

 যদিও ইয়েমেন নিয়ে আলোচনায় সৌদি আরবে অনুষ্ঠিত সম্মেলনে অংশ নেয়নি হুতিরা।

 ২০১৪ সালে হুতিরা ইয়েমেনের রাজধানী সানা দখলে নিলে যুদ্ধ শুরু হয়। এর পর হাদি পালিয়ে যান দেশের দক্ষিণে। দীর্ঘ লড়াইয়ের কারণে সৃষ্ট পরিস্থিতিকে জাতিসংঘ বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট হিসেবে অভিহিত করেছে।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ