ক্রিমিয়ায় বিস্ফোরণে ৭ রুশ যুদ্ধবিমান ধ্বংসের দাবি
নিউজ ডেস্ক:
|
মঙ্গলবার রাশিয়ার দখলকৃত ক্রিমিয়ার একটি বিমানঘাঁটিতে কমপক্ষে দুটি বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে সাতটি রুশ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলে গণমাধ্যমের খবরে উঠে এসেছে। আরো বড় সংঘাত এড়াতে ইউক্রেনীয় কর্মকর্তারা প্রকাশ্যে বিস্ফোরণের দায় স্বীকার করছেন না। তবে অসতর্ক ধূমপায়ীর কারণে বিমানঘাঁটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে- রাশিয়ার এমন ব্যাখ্যাকে তারা উপহাসের দৃষ্টিতে দেখছেন। বিস্ফোরণের এ ঘটনায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। ক্রিমিয়ার আঞ্চলিক নেতা সের্গেই আকসিওনভ বলেছেন, কয়েক ডজন অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পর প্রায় ২৫০ জন বাসিন্দাকে অস্থায়ী আবাসনে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়ার ঘাঁটির এই এলাকায় কমপক্ষে চারটি গর্ত দেখা গেছে। একই সঙ্গে ফ্লাইটলাইন ও পার্শ্ববর্তী যুদ্ধবিমান রাখার জায়গাগুলোতে চোখে পড়ার মতো পোড়া চিহ্ন ও ক্ষতিগ্রস্ত গাছপালা দেখা গেছে। সাকি বিমানঘাঁটিতে বিস্ফোরণের কয়েক ঘণ্টা পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভাষণে উচ্ছ্বাস প্রকাশ করেন। এ ঘটনার সাথে নিজেদের কোনো সম্পৃক্ততার কথা না বললেও তিনি জানান, ইউক্রেনসহ সমস্ত মুক্ত ইউরোপের বিরুদ্ধে এই রাশিয়ান যুদ্ধ ক্রিমিয়া দিয়ে শুরু হয়েছিল এবং ক্রিমিয়ার মুক্তির সাথেই এর শেষ হতে হবে। ইউক্রেনের সামরিক বিশ্লেষক ওলেহ ঝদানভ বলেন, অফিসিয়ালি কিয়েভ এ বিষয়ে মুখ বন্ধ রেখেছে, কিন্তু বেসরকারিভাবে সামরিক বাহিনী স্বীকার করেছে, এটি একটি ইউক্রেনীয় হামলা ছিল। উল্লেখ্য, ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দ্বীপটি দখল করে নেয় রাশিয়া। ক্রিমিয়াকে নিজ ভূখণ্ড মনে করে রুশ কর্তৃপক্ষ। তবে ক্রিমিয়াকে রাশিয়ার ভূখণ্ড হিসেবে কিয়েভ ও তার মিত্ররা স্বীকৃতি দেয়নি।
নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |