শুক্রবার ২২ নভেম্বর ২০২৪ ৭ অগ্রহায়ণ ১৪৩১

করোনা নিয়ন্ত্রণে সুইডেন-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ: ইউএনএফপিএ
নিউজ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১, ০৬:৪১ বিকাল | অনলাইন সংস্করণ

বাংলাদেশ করোনা মহামারি নিয়ন্ত্রণে সুইডেন এমনকি ভারতের চেয়ে ভালো সক্ষমতা দেখিয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক তহবিল (ইউএনএফপিএ) -এর বাংলাদেশ প্রতিনিধি ড. আশা তোরকেলসন।

মঙ্গলবার পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে সাক্ষাতের সময় তিনি একথা বলেন।

বাংলাদেশে প্রায় সাড়ে ৪ বছর দায়িত্ব পালন শেষে আজ পরিকল্পনামন্ত্রীর কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎ করেন ইউএনএফপিএ -এর বাংলাদেশ প্রতিনিধি ড. আশা তোরকেলসন।

করোনাকালে সরকারের ভূমিকার প্রশংসা করে জাতিসংঘ প্রতিনিধি বলেন, টিকা নেয়ার ক্ষেত্রে এদেশের মানুষের সাড়া অনেক বেশি। পৃথিবীর অনেক দেশ এমনকি আমেরিকাতেও টিকার বিষয়ে অনেকের বিরোধিতা আছে।

অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে বাংলাদেশ অনন্য দৃষ্টান্ত বলেও এই প্রতিনিধি পরিকল্পনামন্ত্রীকে জানিয়েছেন। তিনি বলেন, গত ৬ মাস আগে অর্থনীতিতে যে স্থবিরতা ছিল এখন তা করোনাপূর্ব অবস্থায় ফিরে এসেছে। তিনি বলেন, যা দেখছি, পূর্ণমাত্রায় চাঞ্চল্য ফিরে এসেছে।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ