এবার পদ্মা সেতুর নামকরণ করে প্রজ্ঞাপন জারি
নিউজ ডেস্ক:
|
রোববার (২৯ মে) রাতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের উন্নয়ন অধিশাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উপসচিব মো. আবুল হাসানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়ছে, সেতু বিভাগের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বাস্তবায়নাধীন ‘পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পে’র আওতায় মুন্সীগঞ্জ জেলার মাওয়া এবং শরীয়তপুর জেলার জাজিরা প্রান্ত সংযোগকারী পদ্মা নদীর ওপর নির্মিত সেতুটি সরকার ‘পদ্মা সেতু’ নামে নামকরণ করেছে। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে নির্মিত এই সেতুটির নামকরণ নিয়ে অনেক জল্পনা-কল্পনা ছিল। বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধ হয়ে যাওয়ার পর সেতুটির ভবিষ্যৎই অনিশ্চিত হয়ে পড়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে শেষ পর্যন্ত নিজস্ব অর্থায়নে সেতুটি বাস্তবায়নের কাজ শুরু করে বাংলাদেশ। সে কারণে শেখ হাসিনার নামে সেতুটি নামকরণের দাবি ছিল অনেকের। সমালোচকদের মুখ বন্ধ করে নিজস্ব অর্থায়নে সেতুটি বাস্তবায়নকে দেশের জন্য বড় জয় অভিহিত করে কেউ কেউ সেতুটির নাম ‘জয় বাংলা সেতু’ রাখার প্রস্তাব করে। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামেও সেতুটি নামকরণের দাবি ছিল। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |