ইরানের নৈতিক পুলিশের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
নিউজ ডেস্ক:
|
ইরানের ‘নৈতিক পুলিশ’ শাখার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। নারীদের হেফাজতে নেওয়া, জনসম্মুখে তাদের পোশাক নিয়ন্ত্রণে সহিংস হওয়ার জবাবে এই নিষেধাজ্ঞা বলে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর কুর্দি তরুণী মাসা আমিনি হাসপাতালে মৃত্যুবরণ করেন। এর তিনদিন আগে তেহরানের পুলিশ ‘যথাযথভাবে হেজাব না পরার কারণে’ তাকে আটক করেছিল। ২২ বছর বয়সী তরুণীর মৃত্যুর পর ইরানজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়। এতে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ২ শতাধিক মানুষ নিহত হয়েছে। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানের নৈতিক পুলিশের সমগ্র ইউনিটসহ এর প্রধান মোহাম্মদ রোস্তামি চেসমে এবং তেহরান শাখার প্রধান হজ আহমেদ মিরজেইয়ের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এসব নিষেধাজ্ঞা ইরান কর্তৃপক্ষের প্রতি ‘স্পষ্ট বার্তা’ উল্লেখ করে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি এক বিবৃতিতে বলেছেন, নারী ও মেয়েদের ওপর নিপীড়নের কারণে আমরা আপনাদের জবাবদিহি করব। মাসা আমিনির মৃত্যু কেন্দ্র করে বিক্ষোভকে পশ্চিমাদের উসকানি হিসেবে অভিহিত করেছে ইরান।
নিউজ সূত্রঃ আল আরাবিয়া নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |