ইঞ্জিন বিকল হয়ে পাবনা-রাজশাহী ট্রেন চলাচল বন্ধ
নিউজ ডেস্ক:
|
পাবনার টেবুনিয়া রেলওয়ে স্টেশনে পাবনার ঢালারচর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনের লোকোমোটিভ রেলওয়ে ইঞ্জিন বিকল হয়ে গেছে। এতে পাবনা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
আজ রবিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পাবনা-রাজশাহী রেলরুটের টেবুনিয়া নামক রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। দুপুর ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেনটি ঘটনাস্থলেই বিকল হয়ে আছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশি বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, রবিবার সকালে পাবনার ঢালারচর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসে। যাত্রীবাহী ট্রেনটি পাবনার টেবুনিয়া স্টেশনের পৌঁছলে লোকোমোটিভ ইঞ্জিন বিকল হয়ে যায়। খবর পেয়ে পাকশি বিভাগীয় রেলওয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন।
ঈশ্বরদী লোকোমোটিভ কারখানা থেকে উদ্ধারকারী ইঞ্জিন বিকল হওয়া থেকে ইঞ্জিনকে সরানোর পর যাত্রীবাহী ঢালারচর এক্সপ্রেস রাজশাহীর দিকে ছেড়ে যাবে বলে জানান তিনি।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশি বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহীদুল ইসলাম বলেন, অল্প সময়ের মধ্যে বিকল্প ইঞ্জিন দিয়ে আমরা ট্রেনটি চালানোর ব্যবস্থা করছি। ভ্রমণপ্রিয় ট্রেন যাত্রীদের সাময়িক ভোগান্তি হচ্ছে। আমরা চেষ্টা করছি অল্প সময়ের মধ্যে ট্রেনটি চালানোর জন্য। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |