বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪ ৬ অগ্রহায়ণ ১৪৩১

ইউক্রেনে এ হামলা তো কেবল প্রথম পর্বঃ রুশ সাবেক প্রেসিডেন্ট
নিউজ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২, ০১:২৫ রাত | অনলাইন সংস্করণ
ইউক্রেনে এ হামলা তো কেবল প্রথম পর্বঃ  রুশ সাবেক প্রেসিডেন্ট

ছবি । সংগৃহীত

ইউক্রেনে আজ সকাল থেকে পুরোদমে ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালিয়েছে রাশিয়া। রাজধানী কিয়েভ ছাড়াও খারকিভ, লাভিভ, সামি, জপোরিঝঝিয়া, মাইকোলাইভ এবং দিনিপ্রোপেত্রোভস্কে হামলা চালানো হয়েছে। হামলায় হতাহতের পাশাপাশি ইউক্রেনের গুরুত্বপূর্ণ স্থাপনা, সরকারি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ হামলাকে কেবল শুরু বলে মন্তব্য করেছেন ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।

সোমবার টেলিগ্রাম পোস্টে এ মন্তব্য করেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ।

টেলিগ্রাম পোস্টে মেদভেদেভ বলেন, ইউক্রেনে হামলা তো কেবল শুরু হলো। এটি প্রথম পর্ব।

তিনি আরও বলেন, রাশিয়া, তার জনগণ ও সীমান্ত রক্ষার পাশাপাশি ইউক্রেনের রাজনৈতিক শাসন সম্পূর্ণভাবে বিলুপ্ত করে ফেলার লক্ষ্য রাখা উচিৎ আমাদের।  

তিনি অভিযোগ করেন, নাৎসি রাজনৈতিক শাসনে চলা ইউক্রেনীয় রাষ্ট্র রাশিয়ার জন্য একটি স্থায়ী, সরাসরি এবং স্পষ্ট হুমকি হয়ে দাঁড়াবে।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। শুরুর দিকে ইউক্রেনজুড়ে হামলা চালিয়েছিল রাশিয়া। কিন্তু পরবর্তীতে বেশ কিছু সময় ধরে তারা নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ ছিল। কিন্তু রাশিয়ার সঙ্গে অধিকৃত ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের পর আবারও ইউক্রেনে পুরোদমে হামলা শুরু করে রুশ বাহিনী।

 

নিউজ সূত্রঃ আল-জাজিরা

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা

 

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ