আমিরাতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা
নিউজ ডেস্ক:
|
বাংলাদেশি বিমানবন্দরগুলোতে পিসিআর ল্যাব বসানোর দাবি জানিয়ে প্রবাসীরা যাতে বাংলাদেশ বিমানে কম খরচে আরব আমিরাতে আসতে পারেন সেই ব্যবস্থা করতে সরকারের প্রতি জোর দাবি জানান সংযুক্ত আরব আমিরাত বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতারা।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) আজমানে স্থানীয় একটি রেস্টুরেন্ট হলরুমে সংযুক্ত আরব আমিরাত বঙ্গবন্ধু ফাউন্ডেশন কর্তৃক দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসাইন ও ডেপুটি কনসাল জেনারেল মো. শাহেদুল ইসলামকে সংবর্ধনা দেয়ার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় বক্তারা এ দাবি জানান।
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মনসুর সবুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাফর চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও উম্ম আল খোয়াইন আওয়ামী লীগের সভাপতি মো. হাসান সবুজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি নিজাম উদ্দিন, রাস আল খাইমা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মো. জসিম মল্লিক, বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ কমিটির সদস্য ও দুবাই বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি নাছের চৌধুরী, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি লে (অব). কাজী গুলশান আরা, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের মহিলা সম্পাদিকা নিশাত জাহান চৌধুরী নিশু, উম্ম আল খোয়াইন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি জসিম মুন্সি, আজমান বিজনেস অ্যাসোসিয়েশন সভাপতি কামাল হোসেন সুমন, ইউএই বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি এনাম হোসেন বাবুল, উম্ম আল খোয়াইন বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক কেন্দ্রের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, রাস আল খাইমাহ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন ও সিনিয়র সহ-সভাপতি আব্বাস প্রমুখ।
রাজনীতি/জিকে
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |