আফগানিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণে নিহত ৫০
নিউজ ডেস্ক:
|
আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর কুন্দুজে একটি মসজিদে জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করে তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ টুইটারে বলেন, শুক্রবার (৮ অক্টোবর) জুমার নামাজের সময় শিয়া সম্প্রদায়ের একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বহু লোক হতাহত হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, শুক্রবার (৮ অক্টোবর) আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছবিতে দেখা গেছে, সংখ্যালঘু শিয়া মুসলিম সম্প্রদায়ের ব্যবহৃত মসজিদের ভেতরে মৃতদেহ ও ধ্বংসাবশেষ। কোনো গোষ্ঠী এখনো এই হামলার দায় স্বীকার করেনি। দেশটির স্থানীয় ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীসহ সুন্নি মুসলিম চরমপন্থীরা শিয়া সম্প্রদায়কে বিধর্মী বলে মনে করে। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |