'আফগানিস্তানে অন্ধকারাচ্ছন্ন একটি বছরের পূর্তি হলো': মালালা
নিউজ ডেস্ক:
|
আফগানিস্তানে তালেবানের ক্ষমতায় আসার বর্ষপূর্তিকে ‘অন্ধকারাচ্ছন্ন একটি বছর’ বলে উল্লেখ করেছেন পাকিস্তানের নোবেলজয়ী নারীশিক্ষা অধিকারকর্মী মালালা ইউসুফজাই। এক টুইটার পোস্টে এমন মন্তব্য করেছেন তিনি। আফগানিস্তানে গতকাল সোমবার ক্ষমতায় আসার এক বছর পূর্তি উদ্যাপন করেছে তালেবান ও তাদের সমর্থকেরা। এদিন আফগানিস্তানের বিভিন্ন সড়কে সংগঠনটির পতাকা ওড়ানো হয়েছে। তালেবান শাসনের বর্ষপূর্তি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে মালালা টুইটার পোস্টে লিখেছেন, ‘আজ আফগানিস্তানে অন্ধকারাচ্ছন্ন একটি বছরের পূর্তি হলো। আফগান নারীদের স্বপ্ন হারানোর একটি বছর পূর্ণ হলো।’ ২৫ বছর বয়সী মালালা জনগণকে এ ব্যাপারে সরব হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘মুক্তি ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার আশা আফগান জনগণ ছেড়ে দেয়নি। আমরাও আশা ছাড়িনি।’ মালালার আশা, এটিই হবে আফগানিস্তানে ‘তালেবান শাসনের শেষ বর্ষপূর্তি’। আগামীতে দেশটি এমন একটি নির্বাচিত সরকারের শাসনব্যবস্থা উদ্যাপন করবে, যেখানে সব নারী তাঁর পূর্ণ সম্ভাবনাময় অবস্থানে পৌঁছাতে পারবেন। ২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখলে নেয় তালেবান বাহিনী। পতন হয় মার্কিন সমর্থনপুষ্ট আশরাফ গনি সরকারের। ক্ষমতা দখলের পর নিজেদের পূর্ববর্তী কঠোর নীতি নমনীয় করার প্রতিশ্রুতি দিয়েছিল তালেবান। তবে সে কথা তারা রাখেনি। তালেবান কর্তৃপক্ষ নারীদের জন্য বিভিন্ন নির্দেশনা দিয়ে যাচ্ছে। নারীদের কীভাবে জীবন যাপন করা উচিত, তা নিয়ে নিয়ম জারি করা হচ্ছে। নিউজ ডেস্ক| দৈনিক আজবাংলা |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |