বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪ ৬ অগ্রহায়ণ ১৪৩১

অর্থ দিয়ে শোক মোছা যায় নাঃ তথ্যমন্ত্রী
নিউজ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ০৩ অক্টোবর ২০২২, ০১:৩৯ রাত | অনলাইন সংস্করণ
অর্থ দিয়ে শোক মোছা যায় নাঃ  তথ্যমন্ত্রী

ছবি । সংগৃহীত

অর্থ দিয়ে মানুষের শোক মোছা যায় না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

রোববার (২ অক্টোবর) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়ন পরিষদে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের আর্থিক সহায়তা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের ধর্ম মন্ত্রণালয়, ত্রাণ মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যা দেওয়া হয়েছে তা সরকার দিয়েছে। আজকে আওয়ামী লীগের সভাপতি ও দলের প্রধানের পক্ষ থেকে নৌকাডুবিতে প্রত্যেক নিহতের স্বজনদের ৫০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে।

বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, তারা রাজপথের বিরোধী দল। মির্জা ফখরুলের বাড়ি পাশের জেলা ঠাকুরগাঁওয়ে। আসতে যেতে একঘণ্টারও কম সময় লাগে। কিন্তু এখনো তিনি ঘটনাস্থলে আসেননি। বরং ঢাকায় বসে নানা ধরনের কথা বলেছেন। আমরা যাওয়ার পর তিনি আসবেন।

২৫ সেপ্টেম্বর দুপুরে আউলিয়া ঘাট হয়ে নৌকাযোগে সনাতন ধর্মাবলম্বীর শতাধিক মানুষ মহালয়ায় যাচ্ছিলেন। কিছু সময় পর নদীতে নৌকাটি ডুবে যায়। এতে ৬৯ জনের মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনো এক শিশুসহ তিনজন নিখোঁজ রয়েছেন।

 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা

 

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ