বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪ ৬ অগ্রহায়ণ ১৪৩১

রাবেয়া-গফুর জনকল্যান সংস্থা ও আই গ্লোবাল সার্ভিস যৌথভাবে আয়োজন করেন বিদেশে উচ্চ শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক অনুষ্ঠিত
নিউজ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২২ আগস্ট ২০২২, ০১:৩৮ রাত | অনলাইন সংস্করণ
রাবেয়া-গফুর জনকল্যান সংস্থা ও আই গ্লোবাল সার্ভিস যৌথভাবে আয়োজন করেন বিদেশে উচ্চ শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক  অনুষ্ঠিত

ফাইল ছবি

রাবেয়া-গফুর জনকল্যান সংস্থা ও আই গ্লোবাল সার্ভিস যৌথভাবে আয়োজন করেন বিদেশে উচ্চ শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার উক্ত সেমিনার  শাহাল কনভেনশন সেন্টার, মিরপুর-১০ এ অনুষ্ঠিত হয়।

আই গ্লোবাল সার্ভিস এর চেয়ারম্যান দেবাশীষ রায় বলেন "উচ্চ শিক্ষা ও ক্যারিয়ার সবার জন্য গুরুত্বপূর্ণ।এতো ছাত্র-ছাত্রী দেখে আমি গর্বিত যারা ক্যারিয়ার নিয়ে ভাবেন"।

রাবেয়া-গফুর জনকল্যান সংস্থা এর আহবায়ক বিগ্রোঃ জেনারেলঃ প্রফেসর ডঃ এ কে মাহবুবুল হক বলেন "উচ্চ শিক্ষা ও ক্যারিয়ার ছাত্র-ছাত্রীদের জীবনের একটি ধাপ।রাবেয়া-গফুর জনকল্যান সংস্থা এর কাজ হল সমাজের দুঃস্থ ও গরিব মানুষের বিশ্বাস এবার সহায়তা প্রদানের পাশাপাশি শিক্ষা ও সুন্দর সমাজ গঠনের ভূমিকা রাখা। এই সংস্থার প্রত্যেকটি সদস্য সম্পন্ন অবৈতনিক ও স্বপ্রনোদিত হয়ে কাজ করে সকলের আস্থা ও সহযোগিতা এ সংস্থার মূল শক্তি"।

এছাড়া আই গ্লোবাল সার্ভিস এর এমডি এবিএম মাহফুজুল হক বলেন "উচ্চ শিক্ষা ও ক্যারিয়ার ছাত্র-ছাত্রীদের জীবনের একটি ধাপ। এখানে আই গ্লোবাল সার্ভিস তোমাদের নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে"।

বিদেশে উচ্চশিক্ষা শুধুমাত্র শিক্ষা এবং ব্যক্তিত্বকেই সমৃদ্ধ করবেনা, আপনার পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে। বিশেষত ব্যবসা, আন্তর্জাতিক বিষয়াবলি এবং চাকরির ক্ষেত্রে আপনার পেশাগত দক্ষতা খুবই মূল্যবান ভূমিকা রাখবে। চাকরির বাজারে আপনার চাহিদা বেড়ে যাবে। বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো বিদেশী বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের অগ্রাধিকার দিয়ে থাকে। বিদেশ ফেরত গ্র্যাজুয়েটরা আন্তর্জাতিক জ্ঞানে সমৃদ্ধ এবং মাতৃভাষা ছাড়াও এক বা একাধিক ভাষাতে দক্ষ এই দুটি বিষয়ের উপর জোর দিয়ে থাকে এই প্রতিষ্ঠানগুলো। এছাড়া আন্তঃসাংস্কৃতিক যোগাযোগ, বিশ্লষণাত্বক দক্ষতা, ভিন্ন সংস্কৃতি ও সমাজের বিভিন্ন দিক সম্পর্কে জ্ঞাত ও দক্ষ। এদের পক্ষে নতুন পরিস্থিতিতে বিকল্প উপায় ভাবা এবং ঝুকি নেয়া সম্ভব হয় বলে প্রতিষ্ঠানগুলো গ্র্যাজুয়েটদের জন্য সর্বোচ্চ রকম সুযোগ-সুবিধা প্রস্তাব দিয়ে থাকে নিজেদের প্রতিষ্ঠানে রাখার জন্য।

 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা

 

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ