বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪ ৬ অগ্রহায়ণ ১৪৩১

সুইস ব্যাংকে অর্থপাচার বিএফআইইউ প্রধান মাসুদ বিশ্বাসকে তলবঃ হাইকোর্টে
নিউজ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ৩০ আগস্ট ২০২২, ০৭:২০ বিকাল | অনলাইন সংস্করণ
সুইস ব্যাংকে অর্থপাচার বিএফআইইউ প্রধান মাসুদ বিশ্বাসকে তলবঃ  হাইকোর্টে

ছবি । সংগৃহীত

সুইজারল্যান্ডের (সুইস) ব্যাংকে বাংলাদেশি নাগরিকদের অর্থ পাচারের বিষয়ে যথাযথভাবে প্রতিবেদন না দেওয়ায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট—বিএফআইইউ প্রধান মাসুদ বিশ্বাসকে তলব করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার সকালে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

হাইকোর্টের আদেশের পরেও যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে সুইস ব্যাংকে অর্থ পাচার সংক্রান্ত বিষয়ে তথ্য দাখিল করায় বিএফআইইউ প্রধানকে বুধবার বেলা সাড়ে ১১টায় হাজির হতে বলা হয়েছে।

সোমবার সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশি নাগরিকদের অর্থ সংক্রান্ত বিষয়ে পাওয়া তথ্য প্রতিবেদন আকারে হাইকোর্টে জমা দেয় বিএফআইইউ।

তবে মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ বলেন, ‘প্রতিবেদনে কোন সিল এমনকি স্বাক্ষর নেই। এটি দায়সারা কাজ’।

হাইকোর্ট বলেন, ‘এভাবে কাজ করলে আপনারা দুর্নীতি কীভাবে বন্ধ করবেন’। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান হাইকোর্টকে বলেন, ‘এটি কোনোভাবে গ্রহণযোগ্য নয়’।

পরে বিএফআইইউর প্রতিবেদনটি গ্রহণ না করে সংস্থাটির প্রধান মাসুদ বিশ্বাসকে বুধবার হাজির হতে নির্দেশ দেন হাইকোর্ট।

 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা

 

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ