রমজান মাস জুড়ে বৈশাখী টেলিভিশনে রিয়েলিটি শো
নিউজ ডেস্ক:
|
আজ থেকে বৈশাখী টেলিভিশনে রমজান উপলক্ষে শুরু হচ্ছে ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত ‘সেরাদের সেরা’ অদম্য প্রতিভার সন্ধানে-২০২২। অনুষ্ঠানটি প্রচার হচ্ছে রমজান মাস জুড়ে বিকেল ৫ টা ১০ থেকে ইফতারের পূর্ব পর্যন্ত। অনুষ্ঠানটি পরিচালানা ও প্রযোজনায় ন্যাশনাল মিডিয়া সেন্টারের চেয়ারম্যান এইচ এম বরকতুল্লাহ, উপস্থাপনায় থাকবেন মুফতি মুহাম্মদ হেদায়েতুল্লাহ। বাংলাদেশসহ বহির্বিশ্বের বিভিন্ন রিয়েলিটি শো/প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে, আল কোরআন তিলাওয়াত, হামদ/না’ত/ইসলামী গান ও ইসলামিক নলেজ/ইসলামী জ্ঞান-এর উপর ইতোপূর্বে যারা ১ম থেকে ৫ম স্থান অধিকার করেছেন সেখান থেকে বাছাইকৃত মনোনিতদের নিয়ে এই মেগা রিয়েলিটি শো । অনুষ্ঠানে বাংলাদেশের খ্যাতনামা মিডিয়া ব্যাক্তিত্বগন, বিচারক, অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। ২৭ রমজান গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে হোটেল সোনারগাঁও বলরুমে । আল কোরআন তিলাওয়াত ও হিফজুল কোরআন-এ বিচারক থাকবেন আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থা (ইকরা)-এর চেয়ারম্যান আহমাদ বিন ইউসুফ আল আজহারী, মাও. মাহমুদুল হাসান আল আল মাদানী (উপধ্যক্ষ, জামেয়া কাশেমিয়া কামিল মাদ্রাসা, নরসিংদী) ও হাফেজ কারী মাওঃ রফিক আহমাদ ওসমানী (খতিব, সিভিল এভিয়েশন সেন্ট্রাল জামে মসজিদ)। হামদ/না’ত/ইসলামী গান-এর বিচারক থাকবেন কন্ঠশিল্পী হায়দার হোসেন, খাঁন আসিফুর রহমান আগুন, মুহাম্মদ বদরুজ্জামান ও গাজী আনাস রাওশন। ইসলামিক কুইজ ও জ্ঞান-এর বিচারক থাকবেন এশিয়ান ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবুল হাসান এম সাদেক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল আলম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আবদুল কাদির। এছাড়াও অতিথি বিচারক হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা সাইয়্যেদ কামাল উদ্দিন জাফরী, ড. আনোয়ার হোসেন মোল্লা সহ আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |