মান্নাকে নিয়ে গাইলেন আসিফ
নিউজ ডেস্ক:
|
আগামী ১৪ এপ্রিল প্রয়াত নায়ক মান্না জন্মদিন। তাই জন্মদিনে মান্নাকে বিশেষ ভাবে স্মরণ করতে তৈরি হলো একটি গান। মান্নাকে নিয়ে এই গানটি গেয়েছেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। আমিনুর রহমানের লেখা গানটির সুর ও সংগীত করেছেন কিশোর দাস। গত (৫ এপ্রিল) এর রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ১৯৯৭ সালে নায়ক মান্না অভিনীত ‘রাজা নাম্বার ওয়ান’ সিনেমার মাধ্যমে প্রথম প্লেব্যাক আসিফ আকবর। এর পর মান্না অভিনীত অনেক সিনেমাতেই গান গেয়েছেন আসিফ। তাই মান্নার প্রতি মুগ্ধতা ও শ্রদ্ধা জানিয়ে গানটি গেয়েছেন এই তারকা গায়ক। এ বিষয়টি আসিফ তার ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে নিশ্চিত করেছেন। আসিফ আকবর বলেন, ‘আসছে ১৪ এপ্রিল প্রয়াত চিত্রনায়ক মান্না ভাইয়ের জন্মদিন। আমিনুর রহমানের লেখা গানটির সুর ও সংগীত করেছেন স্নেহের কিশোর দাশ। এটি গাইতে পেরে নিজের কাছে খুব প্রশান্তি লাগছে। মান্না ভাইয়ের আত্মার শান্তি কামনা করি।’ মান্নার পুরো নাম সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার। ১৯৬৪ সালে টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৮৪ সালে বিএফডিসি আয়োজিত ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের মাধ্যমে উঠে আসেন তিনি। এরপর ঢাকাই সিনেমার অন্যতম সেরা নায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মাত্র ৪৪ বছর বয়সে অকালেই সবাইকে কাঁদিয়ে পাড়ি জমান না ফেরার দেশে। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |