ভাড়ার তালিকা না থাকায় ৮ বাস কাউন্টারকে জরিমানা
নিউজ ডেস্ক:
|
রাজধানীতে নির্ধারিত ভাড়ার তালিকা না রাখায় কল্যাণপুর ও গাবতলীতে আটটি বাস কোম্পানির কাউন্টারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের একাধিক দল রবিবার দিনভর ওই দুই এলাকায় অভিযান চালায় বলে পরিচালক মনজুর শাহরিয়ার জানান। পরিবহন কোম্পানিগুলো হল মানিক ট্রাভেলস, চাঁপাই ট্রাভেলস, হানিফ এন্টারপ্রাইজ, গ্রামীণ পরিবহন, এইচআর ট্রাভেলস ও ঈগল পরিবহন। মনজুর শাহরিয়ার বলেন, ঈদে ঘরমুখো যাত্রীদের যাতে হয়রানি না করা হয়, সেজন্য আমরা সতর্কতামূলক এই অভিযান পরিচালনা করেছি। ভাড়ার তালিকা প্রদর্শন না করায় কাউন্টারগুলোকে সতর্কতামূলক ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |