নিজ দেশ শ্রীলঙ্কার জন্য জ্যাকুলিনের আকুতি
নিউজ ডেস্ক:
|
শ্রীলঙ্কার ভয়াবহ সংকটের সময়ে নিজ দেশের কথা স্মরণ করেছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। এবার দেশবাসীর পাশে দাঁড়িয়ে বিপর্যয় মোকাবিলার বার্তা দিলেন নেট দুনিয়ায়। ক্যাপশনে জ্যাকলিন লিখেছেন, ‘শ্রীলঙ্কার নাগরিক হিসেবে আমার দেশ ও দেশবাসী যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তা নিয়ে আমি মর্মাহত। পরিস্থিতি মোকাবিলায় বিশ্ববাসী একাধিক মন্তব্য এবং পরামর্শ দিয়ে চলেছেন। তবে, আমি বলব, যে খবর রটছে তার ভিত্তিতে শোরগোল না করে শ্রীলঙ্কাবাসীর পাশে থাকাই এখন কর্তব্য।’ তিনি আরও জানান, তার দেশের মানুষের এখন সহানুভূতি আর সমর্থন প্রয়োজন। তাদের শক্তি, সুস্থতা যেন বজায় থাকে সেজন্য ২ মিনিট নীরবতা পালন করে যেন প্রার্থনা করে সবাই-এমনটাই চান জ্যাকলিন। উল্লেখ্য, ২০০৬ সালে মিস ইউনিভার্স শ্রীলঙ্কা খেতাব পেয়েছিলেন জ্যাকুলিন ফার্নান্দেজ। সাংবাদিকতাও করেছেন বেশ কিছুদিন। ২০০৯ সালে তিনি মডেলিং ও সিনেমায় কাজের স্বপ্ন নিয়ে ভারতের মুম্বাইতে আসেন। ওই বছরই তিনি ‘আলাদিন’ নামের একটি সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। এরপর ধীরে ধীরে জনপ্রিয় অভিনেত্রীতে পরিণত হন। ভারতের সিনেমায় এসে জনপ্রিয়তা পেলেও জ্যাকুলিন মূলত শ্রীলঙ্কান সুন্দরী। কাজের সুবাদেই মুম্বাইতে বসতি গড়েছেন।
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |