বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪ ৬ অগ্রহায়ণ ১৪৩১

জামিন নামঞ্জুর, কারাগারে ডিআইজি পার্থ গোপাল
নিউজ ডেস্ক:
প্রকাশ: রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১, ০৩:১৩ দুপুর | অনলাইন সংস্করণ
ঘুষ গ্রহণ ও অর্থপাচার আইনে হওয়া মামলায় বরখাস্ত  সিলেট কেন্দ্রীয় কারাগারের উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) পার্থ গোপালের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রবিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত- ৪ এর বিচারক শেখ নাজমুল আলম শুনানি শেষে এই আদেশ দেন। এদিন জামিনে থাকা পার্থ গোপাল আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। অন্যদিকে জামিনের বিরোধিতা করে দুদক। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ১৫ জুলাই আসামি পার্থ গোপাল আদালতে উপস্থিত হয়ে তাঁর আইনজীবীর মাধ্যমে স্থায়ী জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেনের আদালত ৮ আগস্ট পর্যন্ত তাঁর জামিন বর্ধিত করেন। রাজধানীর ভূতের গলির বাসা থেকে নগদ ৮০ লাখ টাকাসহ পার্থ গোপাল বণিককে ২০১৯ সালের ২৮ জুলাই গ্রেপ্তার করা হয়। ওই টাকা উদ্ধারের ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁর বিরুদ্ধে মামলা করে। তদন্ত শেষে গত বছরের ২৪ আগস্ট অভিযোগপত্র দাখিল করে দুদক। মামলাটিতে ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতে সাক্ষ্যগ্রহণ চলছে। রাজনীতি/জেএম
« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ