চীনা বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে বিডা-বিসিসিসিআই সমঝোতা স্মারক স্বাক্ষর
নিউজ ডেস্ক:
|
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) আজ বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে একসঙ্গে কাজ করার জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। বিআইডিএ কার্যনির্বাহী সদস্য অভিজিৎ চৌধুরী এবং বিসিসিসিআই-এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল মামুন মৃধা নিজ নিজ পক্ষের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। তিনি আরও জানান, বর্তমান বিশ্ব বাণিজ্যের প্রায় ১৮.৬% এবং বিনিয়োগের প্রায় ১৫% চীন নিয়ন্ত্রণ করে থাকে। শুধুমাত্র বিডার মাধ্যমেই চলতি (২০২১-২২)অর্থবছরে রেজিস্ট্রিকৃত প্রস্তাবিত চীনা বিনিয়োগের পরিমাণ ৭৭০ মিলিয়ন মার্কিন ডলার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিসিসিসিআই এর সভাপতি জনাব গাজী গোলাম মূর্তজা পাপ্পা, সিনিয়র সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ সুলতান উদ্দিন ইকবালসহ বিসিসিসিআই ও বিডার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |