চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হতে পারে ৬.৯ শতাংশ: এডিবি
নিউজ ডেস্ক:
|
চলতি অর্থবছরে প্রবৃদ্ধি ছয় দশমিক ৯ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি)। বুধবার (৬ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে এডিবির সদর দপ্তর ম্যানিলা থেকে সংস্থার সব সদস্য দেশের অর্থনৈতিক পরিস্থিতির ওপর প্রতিবেদনটি প্রকাশিত হয়। সেই প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়। এসময় এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিম গিন্টিং বলেন, মধ্য আয়ের এবং ঋণের ফাঁদে পড়ার সম্ভাবনা নেই বাংলাদেশের। এডিবির প্রতিবেদনে অনুমানকৃত প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে কিছু ঝুঁকির কথাও উল্লেখ রয়েছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফলে বিশ্ব অর্থনীতি যে চাপের মধ্যে পড়বে এবং আন্তর্জাতিক তেলের মূল্যবৃদ্ধি ও উচ্চ আমদানি ব্যয় বাংলাদেশের অর্থনীতিতে কী প্রভাব ফেলবে তার ওপর প্রবৃদ্ধি কতটা অর্জিত হবে তা নির্ভর করছে। প্রতিবেদনে বলা হয়, করোনা মহামারির নেতিবাচক প্রভাব কমে যাওয়ায় বিশ্বব্যাপী ভোগ-ব্যয় বেড়েছে। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও জীবনযাত্রার ব্যয় বাড়বে। বৈদেশিক লেনদেনের ভারসাম্যে বড় অঙ্কের ঘাটতি দেখা দিতে পারে। যা বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের পরও ডলারের বিপরীতে টাকাকে দুর্বল করতে পারে। এক প্রশ্নের জবাবে এডিবির কান্ট্রি ডিরেক্টর বলেন, শ্রীলঙ্কার আজকের অবস্থা একদিনে সৃষ্টি হয়নি। এক্ষেত্রে আর্থিক ব্যবস্থাপনা, ঋণ ব্যবস্থাপনা ও সঠিক নীতিমালা গুরুত্বপূর্ণ ছিল। এছাড়া একটি দক্ষ সরকার ব্যবস্থাপনাও এ ধরনের পরিস্থিতি উত্তরণে গুরুত্বপূর্ণ। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |