সংকট মোকাবেলায় চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান বিএসএমএমইউ ভিসির
নিউজ ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২, ০২:১৭ রাত | অনলাইন সংস্করণ

চলমান বিশ্বের খাদ্য সংকট মোকাবেলায় চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইসচ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিএসএমএমইউ’র ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

তিনি বলেন, চলমান বিশ্বের খাদ্য সংকট মোকাবেলায় সকলকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে। আমাদের চিকিৎসকদের উচিৎ হবে আগত ফসল উৎপাদনকারী কৃষকদের সেবা নিশ্চিত করা। কৃষকরা একদিন অসুস্থ থাকলে দেশের খাদ্য ঘাটতিসহ অর্থনৈতিক প্রভাব পড়বে। তাই কৃষকদের সুচিকিৎসা নিশ্চিতের জন্য সকল চিকিৎসককে ঐক্যবদ্ধভাবে তাদের সেবা দিতে হবে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু সাধারণ রোগীদের সেবার কথা বলে গিয়েছিলেন। আমরা সর্বদা তাই করার চেষ্টা করছি। আমরা সকল শ্রেণি পেশার রোগী সমান গুরুত্ব দিয়ে চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রেখেছি। বঙ্গবন্ধুর  নামে প্রতিষ্ঠিত এই  বিশ্ববিদ্যালয় থেকে কোন রোগী যাতে সেবা ছাড়া ফিরতে না হয় সেদিকে সকলকেই নজর দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় রোগ প্রতিরোধ ও গবেষণা কার্যক্রমকে আরও বেগবান করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বায়োব্যাংক প্রতিষ্ঠা করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ডা.একেএম মোশাররফ হোসেন, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা.  ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আসাদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক ডা.  শেখ সাইফুল ইসলাম শাহীন।
এসময় রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার, নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ, অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. নাজির উদ্দিন মোল্লাহ, ট্রান্সফিউশন মেডিসিনি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. আয়েশা খাতুন, সহযোগী অধ্যাপক ডা. আতিয়ার রহমান, সহকারী অধ্যাপক ডা. সোনিয়া শারমিন, কাউন্সিলর সুব্রত বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৯৭২ সালের ৮ অক্টোবর তৎকালীন আইপিজিএমআরে বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় রক্ত পরিসঞ্চালন বিভাগ উদ্বোধন করেন জাতির পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা

 


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭